ক্ষত তৈরি করল নামিবিয়া! T20-তে পূর্ণ সদস্য হিসেবে চরম লজ্জার নজির শ্রীলঙ্কার
শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের শুরুতেই অঘটন। প্রথম ম্যাচে সদ্য এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল আফ্রিকার দেশ নামিবিয়া। খাতায়-কলমে ধারে ভারে নামিবিয়ার থেকে অনেকটাই এগিয়ে ছিল শ্রীলঙ্কা। তবে সকলকে চমকে দিয়ে প্রথম ম্যাচেই অঘটন ঘটিয়ে ফেলেছে তারা।
শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে বিশ্বকাপ জমিয়ে দিয়েছেন তারা। আর এটা সম্ভব হয়েছে প্রধানত দুই ব্যাটার জ্যান ফ্রেইলিঙ্ক এবং জেজে স্মিট জুটির কারণে। টি-টোয়েন্টির ইতিহাসে নজির গড়ে ফেলেছেন তাঁরা। পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে অ্যাসোসিয়েট দেশের হয়ে তাঁরা ষষ্ঠ বা তার পরের উইকেটে ব্যাট করতে নেমে জুটিতে সর্বাধিক রান গড়ার নজির গড়ে ফেলেছেন।
আরও পড়ুন: Namibia’s brilliant fielding: ‘BCCI-র শেখা উচিত’, নামিবিয়ার দুর্ধর্ষ ফিল্ডিংয়ে মুগ্ধ নেটপাড়া, হয়ে উঠল ‘ঈগল’
লঙ্কানদের বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে মাত্র ৩৪ বলে জুটিতে তাঁরা তোলেন ৭০ রান। আর এর ফলেই নজির গড়েছেন তাঁরা। একনজরে দেখে নেওয়া যাক সেই নজিরের তালিকা –
১) ৭০ রান , ফ্রেইলিঙ্ক-স্মিট বনাম শ্রীলঙ্কা, ২০২২
২) ৫৩* রান, বুখারি-কুপার বনাম জিম্বাবোয়ে, ২০১৪
৩) ৫১ রান, বেরিংটন-মমসেন বনাম জিম্বাবোয়ে, ২০১৬
৪) ৫১ রান, গ্রিভস-ওয়াট বনাম বাংলাদেশ, ২০২১
এদিন প্রথমে ব্যাট করে নামিবিয়া দল নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৩ রান করে। প্রাথমিক ব্যাটিং বিপর্যয় কাটিয়ে অনবদ্য ব্যাটিং করে তারা। জ্যান ফ্রেইলিঙ্ক ৪৪ রান করেন। ৩১ রান করে অপরাজিত থাকেন জেজে স্মিট। অধিনায়ক জেরার্ড ইরাসমাস করেন ২০। স্টেফান বার্ড করেন ২৬ রান। ৯৩ রানে ছয় উইকেট পরে যাওয়ার পরে।সেখান থেকে ৭০ রানের জুটি গড়ে ফ্রেইলিঙ্ক এবং স্মিট দলকে সম্মানজনকভাবে জায়গায় পৌঁছে দেন। প্রমোদ মধুশান ৩৭ রান দিয়ে দুটি উইকেট নেন।
আরও পড়ুন: Namibia’s win may hamper India’s journey: নামিবিয়ার জয়ের ধাক্কায় T20 বিশ্বকাপে কঠিন হতে পারে ভারত, পাকিস্তানের রাস্তা!
রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় শ্রীলঙ্কা। ২১ রানে তাদের তিন উইকেট পড়ে যায়। ভানুকা রাজাপক্ষে এবং দাসুন শানাকা জুটি বেঁধে লড়াই করে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। রাজাপক্ষ ২০ এবং শানাকা ২৯ রান করেন। এরপর আর কোনও ব্যাটার উইকেটে টিকতেই পারেননি। ১০৮ রানেই অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে প্রথম ম্যাচেই ৫৫ রানে লঙ্কানদের হারিয়ে অঘটন ঘটিয়ে ফেলে নামিবিয়া। ডেভিড ওয়াইজ, বার্নার্ড স্কোল্টজবেন সিকোঙ্গো এবং জ্যান ফ্রেইলিঙ্ক দুটি করে উইকেট নেন। নামিবিয়ার এই ঐতিহাসিক জয়ের নেপথ্য কারিগর ফ্রেইলিঙ্ক-স্মিট জুটি।
For all the latest Sports News Click Here