ক্লিক করল ব্যাটিং ও শুরুর বোলিং, কী কারণে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জয় ভারতে
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৬ রানে পরাজিত করেছে রোহিত অ্যান্ড কোম্পানি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে অপ্রতিরোধ্য লিড নিয়েছে ভারত। এর মাধ্যমে প্রথমবারের মতো ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারতীয় দল। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত।
গুয়াহাটির ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৭ রান করে এবং তারপরে দক্ষিণ আফ্রিকা দলকে ২০ ওভারে ৩ উইকেটে ২২১ রানে সীমাবদ্ধ করে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জয় সম্পর্কে আমরা আপনাকে পাঁচটি বড় কারণ জানাই।
আরও পড়ুন… সূর্য-কোহলি-রাহুলের সৌজন্যে চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস ভারতের
১) রোহিত এবং রাহুলের মধ্যে প্রথম উইকেটে দুর্দান্ত জুটি
টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় দলের ওপেনাররা দারুণ শুরু করেছিলেন। রোহিত ও রাহুল প্রথম উইকেটে ৫৯ বলে ৯৬ রানের জুটি গড়েছিলেন। ৩৭ বলে ৪৩ রান করে আউট হন রোহিত। একই সময়ে, কেএল রাহুল ২৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে মারেন ৫টি চার ও চারটি ছক্কা।
২) বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবের মধ্যে সেঞ্চুরি জুটি
রোহিত ও রাহুল আউট হওয়ার পর কোহলির সঙ্গে দ্রুত ইনিংস খেলেন সূর্যকুমার। ১৮ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। ২২ বলে ৬১ রান করে রানআউট হন সূর্যকুমার যাদব। তিনি নিজের ইনিংসে মারেন ৫টি চার ও ৫টি ছক্কা। ২৮ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। কোহলি এবং সূর্যকুমার তৃতীয় উইকেটে ৪২ বলে ১০২ রানের সেঞ্চুরি পার্টনারশিপ করেন।
আরও পড়ুন… IND vs SA ODI: অধিনায়ক ধাওয়ান, প্রথমবার স্কোয়াডে ডাক পেলেন রজত ও বাংলার মুকেশ
৩) শেষ ওভারে দীনেশ কার্তিকের বিস্ফোরক ইনিংস
দীনেশ কার্তিক আবারও দারুণ ফিনিশ করেন। শেষ ৭ বলে ১৭ রান করেন। চতুর্থ উইকেটে ১১ বলে ২৮ রান যোগ করেন কার্তিক ও কোহলি। কার্তিকের বিস্ফোরক ইনিংসের জন্য, বিরাট কোহলি ৪৯ রানে খেলার সময় স্ট্রাইক নেননি। এর ফলে ভারতীয় দল ৩ উইকেটে ২৩৭ রানের বিশাল স্কোর করে। এটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও দলের সর্বোচ্চ স্কোর।
৪) বল হাতে ভারতের শক্তিশালী শুরু
২৩৭ রান রক্ষা করতে নামা ভারতীয় বোলাররা শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে দুটি বড় ধাক্কা দেয়। এর মধ্যে অধিনায়ক তেম্বা বাভুমা ও রিলে খাতা না খুলেই আউট হন। আর্শদীপ সিং দুজনকেই নিজের শিকারে পরিণত করেন। আর্শদীপ দুটি এবং অক্ষর প্যাটেল একটি উইকেট নেন।
৫) দীপক চাহারের দুরন্ত বোলিং
যেখানে গুয়াহাটির পিচে সকল বোলারই অনেক রান দিয়েছিলেন সেখানে দীপক চাহার চার ওভার বল করে মাত্র ২৪ রান দিয়েছিলেন। যার মধ্যে একটি মেডেন ওভারও ছিল। যেখানে মিলার ও ডি’ককরা আর্শদীপ ও হার্ষালের ৮ ওভারে নিয়েছিলেন ১০৭ রান। সেখানে চাহার এমন কম রান না দিলে ম্যাচ জিততে পারত না ভারত।
For all the latest Sports News Click Here