ক্লাবের সঙ্গে বড় অঙ্কের চুক্তি, ইংল্যান্ড পাড়ি দিচ্ছেন প্রণব ধানওয়াড়ে
শুভব্রত মুখার্জি: প্রণব ধানওয়াড়েকে নিশ্চয় মনে আছে ক্রিকেট ভক্তদের। মহারাষ্ট্রের তরুণ প্রতিভাবান এই ক্রিকেটার ২০১৬ সালে গবে ফেলেছিলেন এক বিরল নজির। ব্যাট হাতে করেছিলেন ১০০৯ রান। ইন্টার স্কুল ম্যাচের সেই ম্যাচটি ছিল অফিসিয়ালি স্বীকৃতিপ্রাপ্ত ম্যাচ। সেই প্রণব ধানওয়াড়ে এবার ক্রিকেট খেলতে পা রাখছেন ইংল্যান্ডে। সেখানকার এক ক্লাবের সঙ্গে বড় অঙ্কের টাকায় চুক্তিবদ্ধ হয়েছেন প্রণব।
প্রসঙ্গত লন্ডনে ক্লাব ক্রিকেট খেলতে যাচ্ছেন প্রণব ধানওয়াড়ে। ইংল্যান্ডে যাওয়ার আগে টাইমস অফ ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে প্রণব জানিয়েছেন ‘আমি মঙ্গলবার ইংল্যান্ডে যাচ্ছি। ওখানকার চেশায়ারের ক্রিকেট ক্লাব নর্থউইচ ক্রিকেট ক্লাবের সঙ্গে আমি চুক্তিবদ্ধ হয়েছি। এই ক্লাবটি ম্যাঞ্চেস্টার শহরের কাছেই অবস্থিত। আমি ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমার চুক্তি রয়েছে।’
তিনি আরও যোগ করেন ‘এই চুক্তি করতে পেরে আমি খুব খুশি। ঘরে বসে থাকার থেকে তো এটা খুব ভাল তাই না। এই চুক্তি আমাকে আর্থিকভাবেও সাহায্য করবে। আমার বাবা এই মুহূর্তে অটো চালায়। আমি ২০১৭ সালে দিলীপ ভেঙ্গসরকার স্যারের সঙ্গে ইংল্যান্ডে ওনার অ্যাকাডেমির হয়ে খেলতে গিয়েছিলাম। শেষ দুবছর ধরে ওরা আমাকে ওখানে আমন্ত্রণ জানাচ্ছিল ক্রিকেট খেলার জন্য। তবে কোভিড পরিস্থিতির কারণে তা হয়ে ওঠেনি। ২০১৯ সাল থেকে চেষ্টা করার পরে এবার আমি অবশেষে ওখানে যাচ্ছি।’ বর্তমানে এই উইকেট রক্ষক ব্যাটার মবিন শেখের অধীনে প্রশিক্ষণ করছেন।
For all the latest Sports News Click Here