ক্রীড়াবিদদের নির্বাচনে আগে কোনও স্বচ্ছতা ছিল না: নরেন্দ্র মোদী
শুভব্রত মুখার্জি: ক্রীড়ার বিভিন্ন ক্ষেত্রে বরাবর একটা অভিযোগ দীর্ঘদিন ধরেই শোনা যায় তা হল ক্রীড়াবিদ নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব। ভারতবর্ষের ক্রীড়াক্ষেত্রও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি গুজরাট সরকারের তরফে ‘খেল মহাকুম্ভের’ ১১তম সংস্করণের আয়োজন করা হয়েছে। সেখানেই উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই তিনি মন্তব্য করেন ‘ক্রীড়াবিদদের নির্বাচনে আগে কোন স্বচ্ছতা ছিল না’।
প্রধানমন্ত্রীর মতে ক্রীড়াবিদ নির্বাচনে স্বচ্ছতা না থাকার কারণে অতীতে ভারতে অনেক প্রতিভা অচিরেই অন্ধকারে থেকে গিয়েছেন। তবে বর্তমানে এই সমস্যা ভারতের ক্রীড়াক্ষেত্রে নেই। আমদাবাদে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন ‘আগে যে কোনও প্রতিযোগিতার ক্ষেত্রে ক্রীড়াবিদ নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ছিল। কোনও স্বচ্ছতা নির্বাচনে ছিল না। সেই কারণে আমাদের ক্রীড়াবিদদের প্রতিভা একেবারে নষ্ট গিয়েছে। অচিরেই অন্ধকারে ডুবে গিয়েছে অনেক প্রতিভাবান।’
তিনি আরও যোগ করেন ‘আগে এই সমস্ত অন্যায়কে মেনে নিয়ে এগোতে হত। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। যার ফলে প্রতিভাবানরা যথা সময়ে সাফল্যের মুখ দেখছে। সোনা, রূপা জয় আমাদের দেশের নবীন ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলছে। ইউক্রেন থেকে যেসব ভারতীয় দেশে ফেরত এসেছেন তারাও এই উপলব্ধিটা করতে পেরেছে আমাদের দেশ সবক্ষেত্রে প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।’
For all the latest Sports News Click Here