ক্রিকেট বুঝি না বলেও RCB প্লেয়ারদের ক্লাস নিলেন মেন্টর সানিয়া
টেনিস বিশ্বের তারকা সানিয়া মির্জা এবার ক্রিকেটে পা রাখলেন। মহিলা প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে যুক্ত হয়েছেন সানিয়া মির্জা। তিনি এখন WPL 2023-এ RCB-র একজন পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। একই সময়ে, মহিলা প্রিমিয়ার লিগ শুরুর একদিন আগে সানিয়া মির্জা তাঁর দলে যোগ দিয়েছিলেন। এই সময় তিনি তাঁর দলের সঙ্গে দেখা করেন এবং তাদের একটি ক্লাস নেন।
সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) সোশ্যাল মিডিয়ায় সানিয়া মির্জার একটি ভিডিয়ো শেয়ার করেছে। এই ভিডিয়োতে সানিয়া বলেছেন, ‘কয়েকদিন আগে আমি টেনিস থেকে অবসর নিয়েছি এবং এখন তাঁর জীবনের লক্ষ্য দেশের মহিলাদের ক্রীড়ার জন্য কাজ করা। তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করা। যদি কেউ কিছু বলতে চান, আমি এখানে আছি। আমি আমার নম্বরও সকলকে দিয়ে দেব, আমি এখানে না থাকলে আমরা চ্যাট করতে পারি। আমি এখানে তোমাদের বন্ধু হিসেবে আছি।’
আরও পড়ুন… আমি তোমাকে শুধু একজন ক্রিকেটার হিসেবেই মিস করি না- ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে সচিনের বার্তা
এদিকে নিউজিল্যান্ডের সোফি ডিভাইন তাকে প্রশ্ন করেছিলেন অবসরের সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন। এই প্রশ্নের উত্তরে সানিয়া মির্জা বলেন, ‘আমি প্রস্তুত ছিলাম। আমারও একটি ছেলে আছে এবং গত এক বছর কঠিন ছিল। আমার ৩টি অস্ত্রোপচার হয়েছে।’ আপনাকে বলে রাখি যে দলের সঙ্গে দেখা করার পরে, সানিয়াও অনুশীলন সেশনে অংশ নিয়েছিলেন। ভারতের টেনিস তারকা সানিয়া কিছুদিন আগে দুবাইতে তার ২০ বছরের ক্যারিয়ার থেকে অবসর নিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩ ছিল তাঁর ক্যারিয়ারের শেষ গ্র্যান্ড স্লাম। এই শেষ গ্র্যান্ড স্লামে, তিনি রোহন বোপান্নার সঙ্গে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছেছিলেন। ৬টি গ্র্যান্ড স্লাম জিতে সানিয়া তাঁর টেনিস ক্যারিয়ারের ইতি টানেন।
মহিলা প্রিমিয়ার লিগ ২০২৩-এর প্রথম মরশুম শুরুর আগে, ভারতের কিংবদন্তি টেনিস তারকা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলা দলের পরামর্শদাতা সানিয়া মির্জা দলে যোগ দিয়েছেন। ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধনার নেতৃত্বে RCB দল রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে।
আরও পড়ুন… বাবার মৃত্যুর পরে এসেছিল প্রধানমন্ত্রী বার্তা, মোদীর চিঠির ছবি প্রকাশ করলেন উমেশ যাদব
তার আগে আরসিবি তাদের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে যাতে সানিয়াকে দলের খেলোয়াড়দের সঙ্গে কথোপকথন করতে দেখা যাচ্ছে। এই ভিডিয়োতে সানিয়া বলেছেন, ‘আমি ক্রিকেট সম্পর্কে কিছুই জানি না। আমি ভেবেছিলাম (যখন আমাকে মেন্টর করা হয়েছিল) আমি কী করব, মেয়েদের সঙ্গে কী কথা বলব? আমি সম্প্রতি খেলাকে বিদায় জানিয়েছি। আমি ভেবেছিলাম যে আমার জীবনের পরবর্তী পদক্ষেপ হবে ভারতের মহিলা ক্রীড়াবিদদের সাহায্য করা।’ সানিয়া আরও বলেন, ‘যে কোনও খেলায় আমি মানসিক দিক দিয়ে সাহায্য করতে পারি। আমি গত ২০ বছর ধরে এটির মুখোমুখি হয়েছি।’
সানিয়া মির্জা আরও বলেছিলেন যে একজন পরামর্শদাতা হিসাবে তাঁর ভূমিকা আরসিবিকে WPL শিরোনামের দিকে এগিয়ে যেতে সহায়তা করবে। তিনি বলেন, ‘আমি একটি ব্যক্তিগত খেলায় ছিলাম, তাই আমি ফটোশুট, মিডিয়া মনোযোগ, সবকিছুই নিজের হাতে পরিচালনা করেছি। এমতাবস্থায় ভাবলাম মেয়েদের সঙ্গে এমন কিছু শেয়ার করা যায়।’ এই প্রাক্তন খেলোয়াড় বলেছেন, ‘খেলায় চাপ অনুভব করা স্বাভাবিক তবে আপনাকে এটি মোকাবেলার উপায় খুঁজে বের করতে হবে। বাইরের আলোচনা উপেক্ষা করতে হবে। ভারতীয় মিডিয়া এধরনের ব্যাপারে কঠোর।’ সংগ্রামকে প্রত্যেক ক্রীড়াবিদের জীবনের একটি অংশ হিসেবে বর্ণনা করে সানিয়া বলেন, ‘সবকিছুতেই সংগ্রাম আছে। আমরা কোর্ট পেতাম (টেনিস খেলার জায়গা), আমরা গোবর দিয়ে মাখানো কোর্টে খেলতাম। আমাদের কোচ ছিল না। যে কোচ ছিলেন তারা বিশেষজ্ঞ ছিলেন না। তখন মেয়েদের নিজস্ব একটা আলাদা সংগ্রাম আছে।’
তিনি আরও বলেন, ‘অ্যাথলেট হিসেবে আমাদের কাজ হচ্ছে পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করা। চ্যাম্পিয়ন সে নয় যে সারাক্ষণ জিতছে, আসল চ্যাম্পিয়ন সেই যে খারাপ প্যাচ থাকার পরেও জেতার ইচ্ছা দেখায়।’ তিনি বলেন, ‘আপনাকে মনে রাখতে হবে কেন আপনি ক্রিকেট খেলা শুরু করেছিলেন, কারণ আপনি এই গেমটি খেলতে চান।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here