ক্রিকেট নিয়ে বাল্কির ছবি, সেখানে ফার্স্ট লুকে মাখো মাখো রসায়ন অঙ্গদ, সাইয়ামির!
আর বাল্কির ‘ঘুমার’-এর জন্য প্রথমবার জুটি বেঁধেছেন অঙ্গদ বেদী এবং সাইয়ামি খের। প্যারাপ্লেজিক স্পোর্টসপার্সনের গল্প নিয়ে আবর্তিত হয়েছে এই ছবি। মানব সংযোগের গভীর দিকগুলিকে গভীরভাবে তুলে ধরা হয়েছে ছবিতে। ৬ জুলাই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক।
আর বাল্কির ‘ঘুমার’ প্রেম, আবেগের যাত্রা এবং সাইয়ামি খের দ্বারা অভিনীত চরিত্র প্যারাপ্লেজিক স্পোর্টসপার্সনের জয়ী হয়ে ওঠার গল্প বলবে। ক্রিকেট, সম্পর্ক এবং মানব সংযোগের নানান বিষয় দেখানো হবে ছবিতে। ফার্স্ট লুকে, ‘ঘুমার’-এর একটি গানের শ্যুট থেকে এক প্রাণবন্ত ছবির প্রধান রোম্যান্টিক জুটিকে হাইলাইট করছে। দুজনের মধ্যেকার রসায়ন এবং তাঁদের চরিত্রগুলি গল্পে আবেগের গভীরতার ইঙ্গিত দেয়। আরও পড়ুন: TRP দৌড়ে এগিয়ে কোন সিরিয়াল? দেখে নিন এবারের তালিকার সেরা ১০ নাম
‘ঘুমার’ সম্পর্কে কথা বলতে গিয়ে অঙ্গদ বেদী বলেছেন, ‘বাল্কি স্যারের অন্যান্য পরিচালকের থেকে একটু আলাদা মানুষের গল্প বলার দক্ষতা রয়েছে। তিনি সত্যিই গভীরতার চরিত্রের ভিতরে প্রবেশ করে এবং লেখার মাধ্যমে বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে চলেন। আমার চরিত্রটি সাইয়ামির সঙ্গে জুটি বেঁধেছে। দুজনের মধ্যেকার এক গভীর প্রেমের গল্প রয়েছে ছবিতে। আমার মনে হয় বাল্কি স্যার এবং তাঁর টিম একটি সুন্দর কাজ তুলে ধরবে যা লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়ে যাবে’।
কাজের দিক থেকে, সাইয়ামি খেরকে শেষ দেখা গিয়েছিল ‘8 AM মেট্রো’-তে, অঙ্গদ বেদী Netflix-এর ‘লাস্ট স্টোরিজ ২’-এ অভিনয় করেছিলেন।
For all the latest entertainment News Click Here