ক্রিকেট ছেড়ে IPL ফাইনালের ২ দিন আগে কী কাণ্ড করেছিলেন ধোনি? ফাঁস হল বড় রহস্য
আটচল্লিশ পরেই আইপিএল ফাইনাল। সেইসময় আর পাঁচজন অধিনায়ক নিশ্চয়ই ফাইনালের কৌশল নির্ধারণ করা ছাড়া কিছুই ভাবতেন না। কিন্তু সেখানেই আলাদা মহেন্দ্র সিং ধোনি। আইপিএল ফাইনালের দু’দিন আগে ন্যাশনাল ক্যাডেট কর্পসের (এনসিসি) রিভিউ প্যানেলের সাব-কমিটির ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন তিনি। এমনটাই জানালেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা।
শনিবার টুইটারে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘আইপিএল ফাইনালের দু’দিন আগে ন্যাশনাল ক্যাডেট কর্পসের (এনসিসি) রিভিউ প্যানেলের সাব-কমিটির ভিডিয়ো কনফারেন্সে যোগ দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। উনি ভালোমতো প্রস্তুত ছিলেন। গুরুত্বপূর্ণ ও ভালো বিষয় তুলে ধরেছিলেন। আইপিএলের চাপের মধ্যেও সময় বের করার জন্য আমি যখন ধন্যবাদ জানাই, তখন উনি বিষয়টি হালকা করে দেন।’
গত শুক্রবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে)। ২৭ রানে নাইটদের হারিয়ে দেন ধোনিরা। তার ফলে চতুর্থবার আইপিএল ট্রফি যায় চেন্নাইয়ে। তারপর মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘এটা থেকে নেতৃত্ব প্রদানের কী শিক্ষা নেবেন? ভারসাম্য। প্রভাব রেখে যাওয়ার জন্য জীবনে প্রচুর সুযোগ আছে। শুধুমাত্র একটি লক্ষ্য নিয়ে অবিচল না থাকলেও আপনি ফোকাস অর্জন করতে পারবে। এটা আপাতভাবে বিরোধী। কিন্তু এটাই সত্যি। একইসঙ্গে কয়েকটি লক্ষ্যে কাজ করুন। প্রতিটি কাজে আপনার মাথা পরিষ্কার থাকবে, ঠান্ডা এবং স্থির থাকবে।’
For all the latest Sports News Click Here