ক্রিকেটার প্রেমিকের সঙ্গে মাখোমাখো প্রেমে ইতি, ব্রেক-আপ নিয়ে মুখ খুললেন ‘ঝিলিক’
টলিপাড়ায় বিয়ের মরসুম। একদিকে যেমন সম্পর্ক পরিণতি পাচ্ছে, তেমনই ব্রেকআপের সংখ্যাটাও কম নয়। গত ডিসেম্বরেই প্রেম ভাঙার কথা জানিয়েছিলেন ‘মা’ ধারাবাহিক খ্যাত তিথি বসু। নিজের প্রেম সম্পর্ক নিয়ে বরাবরই খুল্লমখুল্লা ছোটপর্দার ‘ঝিলিক’। বছর খানেক আগে প্রকাশ্যে প্রেমিককে (এখন প্রাক্তন) বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলেন তিথি বসু, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে কী এমন হল যে মাখোমাখো প্রেমে ইতি পড়ল?
দেড় মাস আগে বিচ্ছেদ হয়েছে। ইতিমধ্যেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিথি। সেই নিয়েও ট্রোলের শিকার হতে হয়েছে। সম্প্রতি ইউটিউব চ্যানেলে এসে ভাঙা প্রেম নিয়ে মুখ খুলেছেন তিথি। ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের সম্পর্ক ছিল তিথির। ২৪শে ডিসেম্বর ছিল ‘ঝিলিক’ ওরফে তিথির জন্মদিন। ওইদিন দেবায়ুধ প্রেমিকার জন্য একটি রোম্যান্টিক পোস্টও লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে পরদিনই ঝিলিক ফেসবুকে লেখেন, ‘আমি আর দেবাযুধ মিলে এই সম্পর্কটাকে আর না এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ সেইসময় জানা গিয়েছিল পরিবারের হস্তক্ষেপের কারণে সম্পর্ক ভাঙা তিথি-দেবায়ুধের। তবে সেই নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি অভিনেত্রী।
সম্প্রতি তিথি ইউটিউব চ্যানেলে এসেছে জানান, ‘কোনও সম্পর্কে যখন পরিবারের হস্তক্ষেপ বেড়ে যায়, তখনই সমস্যা। মা বাবারা সন্তানের ভাল চেয়ে হয়তো এগুলো করে থাকেন। হয়তো কোথাও গিয়ে আমরা একে অপরকে হারিয়ে ফেলেছিলাম। তবে এর দোষ আমি পরিবারকে দিতে চাই না।’
সোশ্যাল মিডিয়ায় দেবায়ুধ-তিথির পিডিএ নিয়ে হত জমিয়ে ট্রোলিং। সে-সবের কোনওদিনই তোয়াক্কা করেননি তিথি। দেবায়ুধের জন্মদিনে একবার তিথি দেবায়ুধকে বিয়ের প্রস্তাব দিয়ে লিখেছিলেন, ‘তুমি আমার কাছে সব। এর থেকে বেশি কিছু চাই না। তোমার সঙ্গে বিয়ে করব এটাই আমার আরেকটা ইচ্ছে, যা আপাতত চাইছি আমি। তুমি মাঠে খেলবে আর আমি উল্লাসে চিৎকার করব। তোমাকে নীল জার্সি পরে দেখার সেই দিনের জন্য মুখিয়ে আছি’। আপতত পরস্পরের সঙ্গে সব ছবি মুছে ফেলেছেন তাঁরা, পরস্পরকে করেছেন আনফলো। অতীতে ফিরে তাকাকে চান না তিথি। প্রেম ভাঙার পর আনন্দ-উল্লাসে সময় কাটানো নিয়ে ট্রোলড হয়ে তাঁর জবাব, ‘তো কী করব, মরে যাব?’
আশুতোষ কলেজ থেকে সাইকোলজি নিয়ে অনার্স করেছেন তিথি। এবার অভিনয়ে ফিরতে চান, সেই নিয়েই প্রস্তুতি নিচ্ছেন। ভাঙা-প্রেম নয়, কেরিয়ারই এখন তাঁর মূল ফোকাস।
For all the latest entertainment News Click Here