ক্রিকেটারদের নিয়ে সিনেমার মাঝে বায়োপিক হচ্ছে দুই প্রধানে খেলা মেহতাবেরও,মুক্তি কবে?
মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ইতিমধ্যে বায়োপিক হয়ে গিয়েছে। যেটা বক্সঅফিসে ব্লকবাস্টার ছিল। সৌরভ গঙ্গোপাধ্যায়েরও বায়োপিক তৈরি হচ্ছে। দুই মহিলা ক্রিকেটার মিতালি রাজ, ঝুলন গোস্বামীর বায়োপিকের কথাও কারও অজানা নয়। এ সবের মাঝেই বায়োপিক তৈরি হচ্ছে জাতীয় দলে খেলা দুই প্রধানের প্রাক্তন তারকা ফুটবলার মেহতাব হোসেনের। বাংলার ফুটবলে সম্ভবত আগে কখনও এমনটা ঘটেনি। এর আগে কোনও ফুটবলারকে নিয়েই বায়োপিক তৈরি হয়নি।
মেহতাব হোসেনের এই বায়োপিকের নাম তারকা ফুটবলারের নামেই। সব ঠিক ঠাক থাকলে ‘মেহতাব’ নামে এই বায়োপিক মুক্তি পাবে সম্ভবত আগামী বছর। এর পরিচালক বাপ্পা। সিনেমাটির প্রযোজনা করছে ধাগা প্রোডাকশনস। সোমবার ইস্টবেঙ্গল ক্লাবে সাংবাদিক বৈঠক করে মেহতাবের বায়োপিকের কথা ঘোষণা করা হয়।
আরও পড়ুন: কলকাতা লিগেও গোল না করার রোগটা থেকেই গেল ইস্টবেঙ্গলের, ড্র করে দিতে হল খেসারত
স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত মেহতাব। তিনি বলেন, ‘অত্যন্ত গর্ব হচ্ছে। শুধু আমি নয়, যে কোনও ফুটবলারের জীবন নিয়ে সিনেমা তৈরি হওয়া অত্যন্ত গর্বের ব্যাপার। আমার জীবন নিয়ে লেখা বইটা পড়েই ওরা উদ্বুদ্ধ হয়েছে। পরবর্তী প্রজন্মও এতে উদ্বুদ্ধ হবে। এখন তো বাংলার ফুটবল ক্রমশ নীচের দিকে এগোচ্ছে। জাতীয় দলে বাংলার কোনও ফুটবলার নেই। আমরাও যে খেলেছি এবং খেলতে পারি, সেটা আরও এক বার দেখিয়ে দিতে চাই।’
আরও পড়ুন: লাল-হলুদের নিরাশ করার দিনে এরিয়ানকে ৩-০ উড়িয়ে কলকাতা লিগে যাত্রা শুরু মহমেডানের
তবে মেহতাবের চরিত্রে কে অভিনয় করবেন বা মেহতাবকে এই সিনেমাতে কোনও অংশে দেখা যাবে কি না, সে সম্পর্কে খোলসা করে কিছু বলা হয়নি। এ দিন ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে কর্তা দেবব্রত সরকার ছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার রহিম নবি এবং দীপঙ্কর রায়, অর্ণব মণ্ডল, অ্যালভিটো ডি’ক।
ময়দানের দুই প্রধানেই চুটিয়ে খেলেছেন মেহতাব। সাফল্যের সঙ্গে খেলেছেন সাফল্যের সঙ্গে। পরিচালক বলেন, ‘ছোটবেলায় নিজে ফুটবল খেলতে ভালবাসতাম। একটা বই পড়ে প্রথম মেহতাবদার জীবনচিত্র বানানোর পরিকল্পনা মাথায় আসে। এটা নিয়ে আমি খুবই উত্তেজিত।’
For all the latest Sports News Click Here