ক্রাচ হাতে পুলে হাঁটছেন পন্ত, কতটা সুস্থ হয়ে উঠেছেন, মিলল বড়সড় আপডেট- ভিডিয়ো
গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পরে ক্রাচ নিয়ে নিজের হাঁটার ছবি পোস্ট করেছিলেন ঋষভ পন্ত। আশ্বস্ত হয়েছিলেন অনুরাগীরা। ভারতীয় ক্রিকেটমহলের সেই স্বস্তি আরও বাড়ল তরুণ উইকেটকিপারের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে।
আহত হয়ে হাসপাতালে ভরতি হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকবার নিজের শারীরিক পরিস্থিতির আপডেট দিয়েছেন পন্ত। তবে এই প্রথমবার ভিডিয়ো পোস্ট করে জানান দিলেন, কতটা সেরে উঠেছেন তিনি।
বুধবার ইনস্টাগ্রাম ও টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন ঋষভ পন্ত। তাঁকে একহাতে ক্রাচ নিয়ে পুলের জলে নেমে হাঁটতে দেখা যাচ্ছে ভিডিয়োয়। পায়ের শক্তি কতটা ফিরে এসেছে, তা বোঝা যায় এই ভিডিয়োতেই। স্বাভাবিকভাবেই পন্ত দ্রুত সেরে উঠছেন দেখে খুশি অনুরাগীরা।
ঋষভের এই পোস্টের প্রতিক্রিয়া দেন রবি শাস্ত্রী ও সূর্যকুমার যাদব। বিসিসিআই রিটুইটে পন্তের আরও শক্তিশালী হয়ে ওঠার প্রার্থনা করে।
আরও পড়ুন:- WPL 2023: চিকনি চামেলিতে নেচে ঝড় তুললেন জেমিমারা, গাইলেন টিম অ্যানথেম, দেখুন দিল্লিওয়ালিদের হুল্লোড়ের ভিডিয়ো
ঋষভ পন্ত তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন। গত ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার পর থেকে আপাতত মাঠের বাইরে রয়েছেন তিনি। ফিট হয়ে কবে মাঠে ফিরবেন, সেবিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। আইপিএল খেলতে পারবেন না। ভারতের বিশ্বকাপ ভাবনা থেকেও সম্ভবত ছিটকে গিয়েছেন ঋষভ।
আরও পড়ুন:- ভাইরাল তামিল গানে ক্রিকেটের তড়কা, নাচের তালে ওপেনার বনাম ফিনিশারের লড়াই গাভাসকর-কার্তিকের: ভিডিয়ো
ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পন্তকে প্রাথমিকভাবে সীমিত ওভারের ক্রিকেটের উপযোগী বলে মনে করা হতো। তবে ক্রিকেটপ্রেমীদের চমকে দিয়ে পন্ত টেস্টেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। বরং টেস্টেই বেশি কার্যকরী প্রমাণিত হন ঋষভ।
সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে একাধিকবার পন্তের অনুপস্থিতির কথা উল্লেখ করেন ধারাভাষ্যকাররা। শাস্ত্রী-গাভাসকররা মনে করেন যে, পন্ত থাকলে ভারতীয় দল বাড়তি সুবিধা পেত সিরিজে। কেননা উইকেটের পিছনে বিস্তর ভুলভ্রান্তি করেন কেএস ভরত। ব্যাট হাতে পন্তের খামতি পূরণ করা অবশ্য কোনওভাবেই সম্ভব ছিল না ভরতের পক্ষে। অতটা কেউ আশাও কেরননি। তবে সিরিজের শুরুর দিকে ব্যাট হাতে দলের পারফর্ম্যান্সে বিশেষ অবদান রাখতে পারেননি ভরত। একসময় তো তাঁকে বসিয়ে ইশান কিষাণকে মাঠে নামানোর দাবিও তুলেছিলেন সমালোচকরা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here