ক্যারিব সফরে বিশ্রামে কোহলি, সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন নেহেরা
শুভব্রত মুখার্জি: ইংল্যান্ড সফর শেষ করেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় দল। যেখানে তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পাশাপাশি খেলবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজও। এই সফরে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তকে সমর্থন করে তাকে সাধুবাদ জানিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার তথা বর্তমানে গুজরাট টাইটানস দলের কোচ আশিস নেহেরা।
বৃহস্পতিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের পর ব্রডকাস্টার সোনির সঙ্গে হওয়া এক আলাপচারিতায় নেহেরা, বিরাটের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন। নেহেরা বলেন ‘আমি বিরাটকে বলব হাতে আর এক ম্যাচ রয়েছে। এরপর তুমি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছ না। তোমার হয়ত এই বিশ্রামটার প্রয়োজন ছিল। আমি বলব ৩-৪ সপ্তাহ যে সময়টা পাচ্ছ তাতে করে একটু পিছনের সারিতে যাও। ভাব ভবিষ্যতে তোমাকে কী করতে হবে। তারপর ফিরে এস।’
তিনি আরও যোগ করেন ‘আপনি এই মুহূর্তে এমন একজন ক্রিকেটারের সম্বন্ধে কথা বলছেন যার নাম বিরাট কোহলি। এই মুহূর্তে তার ব্যাটে একেবারেই রান নেই। তুমি যখন রান করবে তখন তুমি খেলাটা চালিয়ে যেতে চাইবে। এখানে কিন্তু আমরা একজন অভিজ্ঞ ক্রিকেটার সম্বন্ধেই কথা বলছি। যখন তুমি নিজেকে সময় দেবে তখন তুমি এটা ভাবতে পারবে যে ভবিষ্যতে ঠিক কী করা উচিত তোমার। তুমি যত পরপর খেলা চালিয়েই যাও তাহলে সেটা সমস্যার কারণ হতে পারে।’
For all the latest Sports News Click Here