ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর
শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন চোটের কারণে ভারতীয় দলের হয়ে খেলা হয়নি অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের। ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটলেও আর কয়েকদিন পরেই শুরু হতে চলা টি-২০ সিরিজের আগেই ছিটকে যেতে হল তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে। তার হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে বলে খবর।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এক কর্তা জানিয়েছেন সুন্দরের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ ‘টিয়ার’ রয়েছে। ফলে তাকে বেশ কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। ১৫ ই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করতে হবে সুন্দরকে। আপাতত তিন সপ্তাহ তাকে কাটাতে হবে সেখানে। উল্লেখ্য কলকাতাতে ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখ থেকে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু হবে ভারতের। গোটা সিরিজটাই খেলা হবে কলকাতার ইডেন গার্ডেনে।
প্রসঙ্গত ২২ বছর বয়সি সুন্দর ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেলেন। এর আগে সহ অধিনায়ক কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। অক্ষর প্যাটেল কোভিড আক্রান্ত হওয়ার ফলে আপাতত নিভৃতবাসে আছেন। অন্যদিকে রাহুলের বা দিকের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে তিনি এই টি-২০ সিরিজে নেই। প্রসঙ্গত ওয়াশিংটন সুন্দরে এবারের মেগা নিলামে ৮.৭৫ কোটি টাকা খরচ করে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
For all the latest Sports News Click Here