ক্যামেরা চালু রেখে ১ মিনিটে শাড়ি পরলেন স্বস্তিকা! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
ছক ভাঙতে বরাবর ওস্তাদ স্বস্তিকা মুখোপাধ্যায়। বলা ভালো, স্বস্তিকা মানেই টলিউড ইন্ডাস্ট্রিতে সাহসিতার আরেক নাম। স্বস্তিকার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলবার নেই, পাশাপাশি নায়িকার ফ্যাশন স্টেটমেন্টও বরাবর চোখ টানে। শাড়িতে তো সবসময়ই অনুরাগীদের মনের ধুকপুকানি বাড়িয়ে তোলেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার শাড়ি লুক নিয়ে কম চর্চা হয় না। অনেকের মনেই প্রশ্ন থাকে এত্তো সুন্দর করে কীভাবে শাড়ি পরেন স্বস্তিকা? সেই প্রশ্নের জবাব নিয়ে হাজির খোদ অভিনেত্রী।
ক্যামেরা অন রেখে এবার ১ মিনিটে ১২ হাত শাড়ি পরলেন স্বস্তিকা। তাঁর হাতের জাদুতে হার মানলো ঘড়ির কাঁটা। এক মিনিটের মধ্যেই সুন্দর করে শাড়ি গায়ে জড়িয়ে ফেললেন অভিনেত্রী। সেই ভিডিয়ো দেখে তো চোখ ছানাবড়া নেটিজেনদের। ভিডিয়ো শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, ‘এটা (ভিডিয়োটা) এই বিষয়টা দেখানোর জ্য যে আমি এক মিনিটে শাড়ি পরবার প্রতিযোগিতায় প্রথম হব।’
এদিন সাদা রঙা সায়া এবং আকাশি সুতোর কাজ করা হলুদ ব্লাউজ ক্যামেরার সামনে এলেন স্বস্তিকা। এরপর ক্যামেরার সামনে এক মিনিটে শাড়ি পরবার চ্যালেঞ্জ পূর্ণ করে দেখালেন। নীল মোটিফওয়ালা সাদা রঙা শাড়ি নিমেষেই পরে ফেললেন নায়িকা। সেই ভিডিয়ো দেখতে নায়িকার সোশ্যাল মিডিয়ার পাতায় ভিড় জমাচ্ছেন অনুরাগীরা।
শাড়ি পরেই ক্ষান্ত থাকেননি অভিনেত্রী, নিজের স্টাইল স্টেটমেন্ট পূরণ করতে নাকে সুবিশাল নথ পরলেন, গলায় ঝুমকো দেওয়া হাল ফ্যাশনের হার। হাতে রঙবেরঙের কাচের চুড়ি। এক কথায় মোহময়ী লুকে মন কাড়লেন স্বস্তিকা।
তাঁর ভিডিয়োর কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসা। কেউ লিখছেন, ‘এতদিন আমি শাড়ির কুঁচি ভুল দিক থেকে ধরতাম, ধন্যবাদ তোমাকে’। অপর একজন লেখেন, ‘তোমার উপর মেয়ে হয়েই ক্রাশ খাচ্ছি’। অপর এক স্বস্তিকা ভক্ত লেখেন, ‘শাড়িতে পুরো রানির মতো লাগে তোমাকে’।
সাদামাটা হোক বা হাল ফ্যাশনের ডিজাইনার শাড়ি সবেতেই গর্জাস স্বস্তিকা। নায়িকার এই ‘শাড়ি টিউটোরিয়াল’ আপনাদের কেমন লাগলো?
For all the latest entertainment News Click Here