ক্যামেরার সামনে মুহূর্তে লাল টপ পালটে কালো শাড়িতে ধরা দিলেন হিয়া, ভাইরাল ভিডিয়ো
‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকের ওই ছোট্ট মেয়ে পটলকে মনে আছে? ‘পটল’এর চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী হিয়া দে। দারুণ জনপ্রিয়তা পেয়েছিল সেই ধারাবাহিক। ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকের ছোট্ট পটল কুমার বর্তমানে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। সে কিন্তু আর ছোট্ট মেয়েটি নেই। সামাজিক মাধ্যমেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে।
ইনস্টাগ্রামে দারুণ সক্রিয় হিয়া দে। তাঁর অনুরাগীর সংখ্যাও অগুনতি। সম্প্রতি টেলি পাড়ার একাধিক ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তাঁর। ‘ফেলনা’ হয়ে ফিরেছে হিয়া। তবে এখনও পটলকুমারের ইমেজকে ছাপিয়ে যেতে পারেনি ফেলনা। দর্শকরা এখনও ভুলতে পারেনি ছোট্ট পটলকুমারের মিষ্টি ইমেজকে। ‘নির্ভয়া’ সিনেমাতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে হ।
হিয়া টিনএজে পা রেখেছে। ইনস্টাগ্রামে তেমনি তাঁর রিল ভিডিয়োর জনপ্রিয়তা তুখোড়। বিভিন্ন বাংলা, হিন্দি এবং ইংরেজি গানের রিল ভিডিয়ো করে সামাজিক মাধ্যমে ঝড় তুলছে সে। সম্প্রতি পোশাক ট্রানজিশন করে রিল ভিডিয়ো শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। ক্যামেরার সামনে প্যান্ট টপ নিমেষের মধ্যে সরিয়ে খোলা চুল, শাড়িতে ধরা দিয়েছে সে। তাঁর লুকের আমূল পরিবর্তন দেখে চোখ ধাঁধিয়েছে নেটিজেনের।
গত নভেম্বরেই মু্ক্তি পেয়েছে টলিউডের এই খুদে শিল্পীর ডেব্যিউ ছবি ‘নির্ভয়া’। ছবিতে গণধর্ষণের শিকার হওয়া এক অন্তঃসত্ত্বা কিশোরীর ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছে সে। ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন অংশুমান প্রত্যুষ। শুধু অভিনয় নয়, বড় হয়ে ক্যামেরার পিছনে কাজ করতে চায় হিয়া। উচ্চ মাধ্যমিকের পর ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করতে বিদেশে যেতে চায় বলে আগেই জানিয়েছিল সে।
For all the latest entertainment News Click Here