‘ক্যাপ্টেন’ নন্দিতার জন্মদিন! শ্যুটিংয়ের ফাঁকে শুভেচ্ছা জানালেন শিবপ্রসাদ
শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় জুটির নন্দিতার জন্মদিন আজ। উইন্ডোজ প্রোডাকশনের অন্যতম অন্যতম প্রাণপুরুষ তথা কর্ত্রীর বিশেষ দিনে বিশেষ শুভেচ্ছা বার্তা জানালেন তাঁর সহ পরিচালক এবং কর্ম শিবপ্রসাদ মুখোপাধ্যায়। লিখলেন, ‘শুভ জন্মদিন ম্যাডাম ডিরেক্টর। আমার আশার আলো।’
এদিন শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন। সেখানেই তিনি জানান নন্দিতা হলেন তাঁর জীবনের আশার আলো। তবে শিবপ্রসাদ একা নন তাঁদের উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফেও এদিন তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
বর্তমানে এই পরিচালক জুটি তাঁদের আগামী ছবি রক্তবীজ নিয়ে ব্যস্ত আছেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখকে।
এই ছবির শ্যুটিং কিছুদিন আগেই প্রাথমিকভাবে শেষ হয়েছে। শান্তিনিকেতনে হয়েছে ছবির শ্যুটিং। এবার বাকি শ্যুটিং হবে কলকাতায়। এদিন পরিচালকের জন্মদিনের উদযাপন করতে রক্তবীজের শ্যুটিংয়ের একাধিক ছবি ভাগ করে দেওয়া হয়েছে দর্শকদের সঙ্গে। সেখানেই উঠে এসেছে এই ছবির নানা বিহাইন্ড দ্য সিন দৃশ্য। সঙ্গে আছে পরিচালকের কেক কাটার একটি ভিডিয়ো। স্মৃতির টুকরো কোলাজ করে তাঁর জন্মদিনে উপহার দেওয়া হয়েছে।
পুজোর সময় মুক্তি পাবে রক্তবীজ। এটি একটি থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে। এই প্রথম উইন্ডোজ তথা শিবপ্রসাদ নন্দিতা কোনও থ্রিলারধর্মী ছবি আনতে চলেছে। শুধু তাই নয়, এই প্রথমবার তাঁরা আবির চট্টোপাধ্যায় এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন। যদিও আবিরের সঙ্গে তাঁরা এর আগে বিজ্ঞাপনে কাজ করেছেন, কিন্তু এটাই তাঁদের প্রথম ছবি। দেবাশিস মণ্ডল এবং সত্যম ভট্টাচার্যও এই প্রথমবার উইন্ডোজের সঙ্গে কাজ করতে চলেছেন।
For all the latest entertainment News Click Here