ক্যাপ্টেন কুল মেজাজ হারিয়ে গালিও দিতেন- ধোনির জন্মদিনে অজানা গল্প শোনালেন ইশান্ত
শুভব্রত মুখার্জি: ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২২ গজ হোক কিংবা ২২ গজের বাইরে তাঁর মাথা একেবারে হিমশীতল ঠান্ডা। সমর্থক হোক কিংবা সতীর্থ এক বাক্যে সবাই সে কথাই স্বীকার করে নেবেন। তাঁর এই ঠান্ডা মাথার জন্য তাঁকে অনেকেই আদর করে ‘ক্যাপ্টেন কুল’ আখ্যা দিয়ে থাকেন। তবে ক্যাপ্টেন কুলের মাথা কতটা ঠাণ্ডা থাকত? তাঁর প্রাক্তন সতীর্থ তথা দিল্লির পেসার ইশান্ত শর্মা কিন্তু শোনালেন অন্য এক কাহিনী। ইশান্ত যে অজানা কাহিনী শুনিয়েছেন, তাতে মাঠে গালিগালাজ করা থেকে মাথা গরম- সবটাই নাকি করতেন ক্যাপ্টেন কুল।
অনেক মানুষ,অনেক বিশেষজ্ঞ মনে করেন, মহেন্দ্র সিং ধোনির সাফল্যের রহস্য লুকিয়ে রয়েছে চাপের মুখে তাঁর মাথা ঠান্ডা রাখার ক্ষমতা। কুল থাকাই তাঁর সাফল্যের চাবিকাঠি। প্রবল উত্তেজনা, উন্মাদনার মুহূর্তেও চোখে মুখে টেনশনের কোনও রকম কোনও ছাপ থাকে না। ক্রিকেটের মতন হাই টেনশন খেলায় নার্ভ ধরে রাখতে ওস্তাদ তিনি। ঠান্ডা মাথায় কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করেন সহজেই। এই ক্ষেত্রে মাহির জুড়ি মেলা ভার। ইশান্ত শর্মার দাবি, ধোনিও মেজাজ হারান, করেন গালাগালি!
আরও পড়ুন: 2023 Asian games-এ দল পাঠাবে বোর্ড, মুস্তাক আলিতে চালু করছে IPL-এর বিশেষ নিয়ম
টিআরএস ক্লিপ ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইশান্ত বলেছেন, ‘ধোনির অনেক জায়গাতেই শক্তি রয়েছে। কিন্তু সেগুলির মধ্যে মাথা ঠান্ডা রাখার কোনও বিষয় কোথাও নেই। মাহি ভাইয়ের অনেক শক্তি থাকলেও, মাথা ঠান্ডা রাখা তার মধ্যে অন্যতম নয়। কারণ সে প্রায়শই মাঠে গালিগালাজ করে। আমি বহু বার এর সাক্ষী থেকেছি।’ ইশান্তের এই দাবি মাহি ভক্তদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে বা আদৌও হবে কি না, এখন সেটাই দেখার।
আরও পড়ুন: ভিডিয়ো- সিরাজের উপহার, কোহলি-রোহিতদের টিপস, মুগ্ধ উইন্ডিজের নেট বোলাররা
ইশান্ত একটি টেস্ট ম্যাচের ঘটনাকে স্মরণ করে বলেছেন, বল থ্রো করার পর ঠিকঠাক কালেক্ট করতে না পারলে ধোনি রেগে যেতেন। তিনি আরও যোগ করেচেন, ‘আমি কখনও মাহি ভাইকে রাগতে দেখিনি। যখন বল ঠিক করে ধরতে পারতাম না, তখন বিষয়টি অন্য রকম হত। প্রথম বার বল ছোঁড়ার সময়ে আমি ওর মুখের ভাবভঙ্গি নজর রাখতাম। দ্বিতীয় বার আরও জোরে বল ছুঁড়ত। তৃতীয় বার গালি দিয়ে বলত, আরে হাত লক্ষ্য করে জোরে থ্রো করো। তবে বোলিংয়ের সময়ে বা ওভার শেষ করার পর ধোনি জিজ্ঞেস করত, ক্লান্ত হয়েছ? আমি হ্যাঁ বললে, বলত তুমি বুড়ো হচ্ছো। ক্রিকেট খেলাটা এবার তোমাকে ছাড়তে হবে।’
For all the latest Sports News Click Here