‘ক্যাপ্টেন কা হুকুম সর আঁখো পর’, রোহিতের বকুনি খেয়ে বললেন চাহাল, নেটপাড়ার হাসির রোল
ঠিক যেন গলি ক্রিকেটের মুহূর্ত ফিরে এল আন্তর্জাতিক মঞ্চে। ফিল্ডিংয়ে তৎপরতা না দেখানো খেলোয়াড়কে যেমন ক্যাপ্টেন ধমক দেন গলি ক্রিকেটে, হুবহু সে ভাবেই যুজবেন্দ্র চাহালকে রীতিমতো বকা দিয়ে যথাযথ জায়গায় ফিল্ডিং করতে পাঠালেন রোহিত শর্মা। আমদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের মাঝে চাহালকে রোহিতের ধমক দেওয়ার ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল।
ইনিংসের ৪৫তম ওভারে রোহিত বল তুলে দেন ওয়াশিংটন সুন্দরের হাতে। ওভার শুরুর আগে রোহিত ফিল্ডিং সাজাচ্ছিলেন। যখন তিনি দেখেন যে যুজবেন্দ্র চাহাল যথাযথ জায়গায় ফিল্ডিং করতে যেতে দেরি করছেন, তখন রোহিত রীতিমতো ধমক দিয়ে ওঠেন। তাঁর কথা স্টাম্প মাইকে স্পষ্ট শোনা যায়। রোহিত বলে ওঠেন, ‘তোর হলটা কী? তাড়াতাড়ি দৌড়চ্ছিস না কেন? যা ভাগ ওদিকে!’
মুহূর্তে এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়োতে চাহালও মজার মন্তব্য করেন। যদিও পরে ভিডিয়োটি ডিলিট করে দেওয়া হয়। তবে তার আগেই চাহাল লিখেছিলেন, ‘ক্যাপ্টেন কা হুকুম সর আঁখো পর।’ অর্থাৎ অধিনায়কের হুকুম সবার আগে মানতে হবে।
ঠিক যেন গলি ক্রিকেটের মুহূর্ত ফিরে এল আন্তর্জাতিক মঞ্চে। ফিল্ডিংয়ে তৎপরতা না দেখানো খেলোয়াড়কে যেমন ক্যাপ্টেন ধমক দেন গলি ক্রিকেটে, হুবহু সে ভাবেই যুজবেন্দ্র চাহালতে রীতিমতো বকা দিয়ে যথাযথ জায়গায় ফিল্ডিং করতে পাঠালেন রোহিত শর্মা। আমদাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের মাঝে চাহালকে রোহিতের ধমক দেওয়ার ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল।
ইনিংসের ৪৫তম ওভারে রোহিত বল তুলে দেন ওয়াশিংটন সুন্দরের হাতে। ওভার শুরুর আগে রোহিত ফিল্ডিং সাজাচ্ছিলেন। যখন তিনি দেখেন যে যুজবেন্দ্র চাহাল যথাযথ জায়গায় ফিল্ডিং করতে যেতে দেরি করছেন, তখন রোহিত রীতিমতো ধমক দিয়ে ওঠেন। তাঁর কথা স্টাম্প মাইকে স্পষ্ট শোনা যায়। রোহিত বলে ওঠেন, ‘তোর হলটা কী? তাড়াতাড়ি দৌড়চ্ছিস না কেন? যা ভাগ ওদিকে!’
মুহূর্তে এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়োতে চাহালও মজার মন্তব্য করেন। যদিও পরে ভিডিয়োটি ডিলিট করে দেওয়া হয়। তবে তার আগেই চাহাল লিখেছিলেন, ‘ক্যাপ্টেন কা হুকুম সর আঁখো পর।’ অর্থাৎ অধিনায়কের হুকুম সবার আগে মানতে হবে।|#+|
দ্বিতীয় ওডিআই-এ অবশ্য ভারত অনায়াসে জয় তুলে নেয়। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। তারা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩৭ রান তোলে। সূর্যকুমার যাদব দলের হয়ে সব থেকে বেশি ৬৪ রান করেন। লোকেশ রাহুল ৪৯ রানে আউট হন। নবাগত দীপক হুডা করেন ২৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৬ ওভারে ১৯৩ রান অল-আউট হয়ে যায়। ব্রুকস ৪৪ ও আকিল হোসেন ৩৪ রান করেন। প্রসিধ কৃষ্ণা ১২ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। ভারত ৪৪ রানের ব্যবধানে ম্যাচ জেতে। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে জয় নিশ্চিত করে তারা। ম্যাচের সেরা হন প্রসিধ।
For all the latest Sports News Click Here