ক্যানসার মুক্ত ছবি মিত্তল, অস্ত্রোপচারের ক্ষত যেন তবুও দগদগে অভিনেত্রীর কাছে
স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ছবি মিত্তল। অস্ত্রোপচারের পর ক্যানসার জয়ী তিনি। তবে যুদ্ধ ক্ষেত্রের ক্ষতের চিহ্ন তো শরীরে থেকেই যায়। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন ছবি। ব্যাকলেস হলুদ পোশাকের ফাঁকে শরীরে অস্ত্রোপচারের দাগ স্পষ্ট।
ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘দাগ। শরীরের উপর দেখা যাচ্ছে, যে ক্ষত নিজের মধ্যে বহন করেছি তা হয়তো দেখে ওঠা সম্ভব নয়। গতকাল অনেক সাহস করে আমার শরীরের দাগকে জনসমক্ষে এনেছি। একাধিক মানুষ এই দাগ দেখে আঁতকে উঠেছেন। তাঁদের বলেছি, ভাবুন, আমি কী সহ্য করেছি।’
এখানেই শেষ নয়। ছবি আরও লিখেছেন, ‘অনেকেই পরামর্শ দিয়েছেন, লেজার ট্রিটমেন্ট করে দাগ মুছে ফেলতে। আমি এসব করতে রাজি নই। কেন আমি এই যুদ্ধের দাগ লুকোবো! এটা প্রমাণ স্বরূপ থাক। এই দাগ দেখলে আমার সেই লড়াইয়ের কথা মনে পড়বে। যা আমি জিতে এসেছি। ক্যানসার জয়ী হিসেবে আমি গর্বিত।’
রুটিন চেকআপের পর স্তন ক্যানসার ধরা পড়েছিল ছবির। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন। এরপর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে নিয়মিত আপটেড দিয়েছেন অভিনেত্রী। একাধিক পরীক্ষা, এমআরআই, বায়োপসি করেছিলেন। টানা ছ’ঘণ্টা অস্ত্রোপচার হয়েছিল অভিনেত্রীর। অস্ত্রোপচারের পর তিনি বাড়ি ফিরে আসেন। এখনও নিয়মিত চেকআপ করাচ্ছেন অভিনেত্রী। বর্তমানে ক্যানসার মুক্ত ছবি মিত্তল।
For all the latest entertainment News Click Here