ক্যাটের জন্য মন খারাপ? ছেলে কোলে সলমনকে বিয়ের প্রস্তাব দিলেন এই অভিনেত্রী!
ভিকির সঙ্গে সংসার পেতেছেন ক্যাটরিনা। পুরোনো স্মৃতি, সম্পর্ক ভুলে নতুন জীবনের পথে পা বাড়িয়েছে ক্যাট। বলিউডের জনপ্রিয় অনস্ক্রিন জুটি সলমন-ক্যাটরিনা, অফস্ক্রিনেও তাঁদের রসায়ন বরাবর জমকালো। দুজনের মধ্যে প্রেম ছিল কিনা সেটা বিতর্কের বিষয়, কবে ক্যাটরিনাকে সলমন সত্যি ভালোবেসেছেন, আকারে ইঙ্গিতে বহুবার সেকথা বুঝিয়ে দিয়েছেন সল্লু মিঁয়া। ভাইজানের ছত্রছায়াতেই হিন্দি না জানা ব্রিটিশ সুন্দরী বলিউডের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন। ক্যাটরিনার বিয়েতে সলমনের অনুপস্থিতি নিয়ে তাই চারিদিকে কম চর্চা হয়নি। ক্যাটরিনা-ভিকির বিয়ের দিন দেশ ছেড়ে সৌদির পথে পা বাড়িয়েছিলেন সলমন।
সোশ্যাল মিডিয়া জুড়ে সলমনকে ঘিরে তৈরি মিমের ছড়াছড়ি, অধিকাংশেরই দাবি ক্যাটরের বিয়ে হয়ে যাওয়ায় গোপনে চোখের জল ফেলছেন সলমন। এরই মাঝে সলমনকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন এক জনপ্রিয় অভিনেত্রী, তবে বড় পর্দার নয় ছোট পর্দার। হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসনন্দানি এদিন ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে সলমনকে বিয়ের প্রস্তাব দিলেন। সবেচেয়ে মজাদার বিষয় হল সেই পোস্টে নিজের একরত্তি শিশুপুত্র আরভকেও শামিল করেছেন অনিতা।
ভিডিয়োতে অনিতা সাফ জানান, যে কোনও মূল্যে তিনি বিয়ে করতে চান, এর জন্য বরকে ছাড়তেও রাজি তিনি। স্বামী রোহিত রেড্ডির কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন অনিতা। ‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত অভিনেত্রীর সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল। অনিতাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ফ্যানেরা। সকলের মতেই এই ভিডিয়োটা ‘সুপার কিউট’।
সলমন খানের অন্ধ ভক্ত টেলিভিশনের এই নাগিন। গত মাসেই সলমন খানের সঙ্গে নিজের ‘ফ্যান গার্ল মোমেন্ট’ শেয়ার করে নিয়েছিলেন অনিতা। ছবির ক্যাপশনে লিখেছিলেন ‘দিল ধড়কনে দো’। সলমনকে দেখলে তাঁর মনের ধুকপুকানি অনেকটা বেড়ে যায় তা তো বহুবার জানিয়েছেন অনিতা। আর এবার মজার ছলেই দিয়ে দিলেন বিয়ের প্রস্তাব। ফ্যানেরা কিন্তু চুটিয়ে এনজয় করল এই ভিডিয়ো।
For all the latest entertainment News Click Here