‘ক্যাটরিনা কি সত্যিই ওকে ভালবাসে?’, ‘ভিক্যাট’এর বিয়ের আগে প্রশ্ন মীরের
রাজস্থানের সোয়াই মাধোপুরে আজ থেকেই শুরু ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান। দুই বলি তারকা জুটির পরিবার গতকালই পৌঁছে গিয়েছেন রাজস্থানে। বিয়েতে চরম গোপনীয়তা রক্ষা করছেন তাঁরা। বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি-ভিডিয়ো যাতে বাইরে ফাঁস না হয়, সেজন্য অতিথিদের নানা শর্ত দেওয়া হয়েছে।
বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে বসছে জুটির বিয়ের আসর। তিন দিনের বিয়ের অনুষ্ঠানে ৭ ডিসেম্বর হয়ে সংগীতের অনুষ্ঠান, ৮ ডিসেম্বর মেহেন্দি এবং ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। এমন সময় ভিকি-ক্যাটরিনার প্রেম নিয়ে প্রশ্ন তুললেন মীর আফসার আলি। মঙ্গলবার সাতসকালেই ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। লেখেন, ‘ক্যাটরিনা কি সত্যিই ওকে ভালবাসে? নাকি এটা ভিকির কোনও কৌশল?’ গালে হাত দিয়ে চিন্তিত হওয়ার ইমোজিও জুড়ে দিয়েছেন।
প্রসঙ্গত, মজার ছলেই এই পোস্টটি করেন মীর। তবে ক্যাটের প্রতি যে তাঁর একটু বাড় দুর্বলতা রয়েছে, তা কারোই অজানা নয়। চলতি বছর সেপ্টেম্বর মাসে ‘ওয়ার্ল্ড হার্ট ডে’তে ক্যাটরিনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘বাড়িয়ে দাও তোমার হার্ট, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই…আমি শুধু তাঁকে বলার চেষ্টা করছিলাম যা কিছু হৃদয়ের বাম পাশে ছিল তা এখন ডান পাশে’।
ভিকি-ক্যাটরিনার বিয়েতে মোট ১২০ জন অতিথি থাকবেন। ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং আরটি-পিসিআর পরীক্ষার ভিত্তিতে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবাহের অতিথিদের একটি অ-প্রকাশনা চুক্তিতে স্বাক্ষর করার জন্য বলা হয়েছে। বিয়ে বাড়িতে ঢুকতে হলে জানাতে হবে সিক্রেট কোড, যা প্রত্যেক অতিথির জন্য ধার্য করা হয়েছে। ফলত তারকা জুটির বিয়ে নিয়ে কৌতুহলের শেষ নেই অনুরাগীদের মধ্যেও।
For all the latest entertainment News Click Here