ক্যাটরিনার বাড়ির টেরেস যেন স্বর্গ! কী ভাবে তা সাজিয়ে তুললেন গৌরী? জেনে নিন
ক্যাটরিনা কইফের বাড়ি সাজিয়ে তুললেন গৌরী খান। অভিনেত্রীর বিলাসবহুল ঠিকানার এক টুকরো টেরেস যেন এখন স্বর্গ! । মুগ্ধ ক্যাটরিনাও। ‘ড্রিম হোমস উইথ গৌরী খান’ শোয়ে তারকাদের বাড়ির ভোল পাল্টানোর কাজ করছেন শাহরুখ-পত্নী। এ বার পালা ছিল ক্যাটরিনার।
বিয়ের পর নতুন আবাসনে সংসার সাজিয়েছেন ক্যাটরিনা। তাঁর সাধের বাড়ির টেরেসকে সাজিয়ে তোলার দায়িত্ব ছিল গৌরীর কাঁধে। বেইজ রঙের আউটডোর কাউচ, একটি বড় সেন্টার টেবিল, বাহারি আলো, গাছ— ক্যাটরিনার বাড়ির ভিতরেই মনের মতো করে এক টুকরো স্বর্গ সাজিয়ে তুলেছেন গৌরী। সদ্য সাজিয়ে তোলা টেরেস ঘুরে দেখলেন ক্যাটরিনা। গৌরীর কাজের প্রশংসা করে বললেন, ‘আলোকসজ্জাটা আমার খুবই ভালো লেগেছে। যে কোনও জায়গাতেই এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। একই সঙ্গে খুব আরামদায়ক আর মিষ্টি দেখাচ্ছে টেরেসটাকে। গাছগুলি থাকায় যেন জায়গাটার ভোলই পাল্টে গিয়েছে।’
বলিউডের একাধিক তারকার বাড়ির অন্দরমহল সাজিয়ে তুলেছেন গৌরী। তালিকায় রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, মালাইকা অরোরা, মনীশ মলহোত্ররা।
(আরও পড়ুন: সোহাগ করে ক্যাটকে কী নামে ডাকেন ভিকি? আদুরে নাম শুনলে চমকে যাবেন!)
অন্দরসজ্জা শিল্পী হিসেবে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন গৌরী। জিতেছেন একাধিক পুরস্কার। তবু সাফল্যের এই পথ পুরোপুরি মসৃণ নয়। গৌরীর কথায়, ‘নতুন কোনও কাজের সময় কিছু মানুষ আমাকে ডিজাইনার হিসেবে দেখেন। কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা হয় না। অনেক সময় মানুষ শাহরুখ খানের স্ত্রীর সঙ্গে কাজ করার চাপ নিতে চায় না।’
For all the latest entertainment News Click Here