ক্যাটরিনার কোলে শুয়ে রয়েছে ভিকি, নবদম্পতির রোম্যান্টিক ছবি দেখে মুগ্ধ ফ্যানেরা!
রূপকথার বিয়ে এক স্বপ্নপুরীতে। যেখানে রাজকুমারী রয়েছে, রাজকুমার রয়েছে আর আছে তাঁদের স্বর্গরাজ্য। এলাহি আয়োজন, ভালোবাসার মানুষজন আর দুচোখে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। প্রেমটা গোপনে রেখেছিলেন ভিকি-ক্যাটরিনা, প্রেমের খবর আকাশে ভেসে বেরিয়েছে তবে প্রকাশ্যে স্বীকার করেননি। বিয়েটা দুজনে করেছেন লোকচক্ষুর আড়ালেই। তবে বিয়ের মুহূর্তগুলো ধীরে ধীরে যত সামনে আসছে ততই এই জুটিকে দেখে মুগ্ধ হচ্ছে অনুরাগীরা।
বিয়ে, গায়ে হলুদের পর রবিবার রাতে মেহেন্দি অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এনেছেন ভিকি-ক্যাটরিনা। প্রত্যেক ছবি জুড়ে প্রেমের নেশা, মন বলছে- ‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’। বিগ ফ্যাট পঞ্জাবি ওয়েডিং-এর হই হল্লোড়, নাচাগানা, খানা-পিনার ফাঁকেও কখনও হাঁটু গেড়ে হবু বউয়ের দিকে ফুলের তোড়া এগিয়ে দিচ্ছেন ভিকি, কখনও ঢোল-নাগাড়ার তালে তালে যেন নেচে বলছেন- ‘মেহেন্দি লাগাকে রাখনা ঢোলি সাজাকে রাখনা, লেনে তুঝে ও গোরি আয়েগা তেরা সজনা’।
তবে ক্যাট-ভিকির শেয়ার করা মেহেন্দির ছবিকে ছাপিয়ে গেল ক্যাটরিনার স্টাইলিস্ট অনিতা শ্রফ আদাজানিয়ার ইনস্টাগ্রাম পোস্ট। অনিন্দা নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে ভিক্যাট-এর মেহেন্দির সাজানো মুহূর্ত তুলে ধরেছেন। যার মধ্যে একটি ছবিতে দেখা গেল ভিকির নামের মেহেন্দি হাতে লাগাচ্ছেন ক্যাটরিনা, আর হবু বর তখন রিল্যাক্স মুডে তাঁর কোলে শুয়ে রয়েছে। দুজনের মুখেই মুক্তোঝরা হাসি।
এই ছবিতে ভালোবাসা উজাড় করে দিচ্ছে জুটির ভক্তরা। ছবির ক্যাপশনে অনিতা ক্যাটরিনা-ভিকির মেহেন্দি লুক সম্পর্কে লেখেন, ‘মেহেন্দি তো এমনই হওয়া উচিত! আমরা সত্যি চেয়েছিল রঙ নিয়ে খেলতে, লোকশিল্পের একটা আমেজ তৈরি করতে…’। ক্যাটরিনার হাতের বাহুবন্ধটা অনিতার বিশেষ পছন্দের জানাতে ভোলেননি তিনি।
মেহেন্দির অনুষ্ঠানেও ডিজাইনার সব্যসাচীর পোশাকেই সেজেছিল বর-কনে। বেইজ রঙা কুর্তা-পাজামায় ধরা দিলেন ভিকি, সঙ্গে রঙ-বেরঙা জহর কোট। কনের পরনে একটি মাল্টিকালারড মটকা সিল্ক লেহেঙ্গা। ভিক্যাট-এর বিয়ের প্রত্যেকটি ছবিই যেন বলে দিচ্ছে এটা হল, ‘বর নে বানা দি জোড়ি’।
For all the latest entertainment News Click Here