ক্যাটরিনার কাছে বিশেষ কারণে খুব আতঙ্কে থাকেন ভিকি, ফাঁস হল গোপন কথা
লুকিয়ে লুকিয়ে প্রেম করেছেন, সেসময় কোনওদিনই সেখবর ফাঁস হতে দেননি ভিকি ও ক্যাটরিনা। এরপর ২০২১-এ চুপিসারেই বিয়েটা সেরে ফেলেন তাঁরা। তবে সম্প্রতি ‘জারা হটকে জারা বাঁচকে’র প্রচারে এসে বহু গোপন কথা বলে ফেলছেন ভিকি কৌশল। ভিকিকে প্রশ্ন করা হয়, তিনি তাঁর কাজ, চিত্রনাট্য নিয়ে ক্যাটরিনার সঙ্গে বাড়িতে আলোচনা করেন কিনা? উত্তরে ভিকি জানান, এগুলি খুবই সাধারণ বিষয়। ভিকি জানান, কোনও ছবির গানের রিহার্সাল দেখতে ক্যাটরিনা বেশ পছন্দ করেন।
ভিকি কৌশলের কথায়, ‘যদি কোনও ছবির গানের শুটিং থাকে, তাহলে ও রিহার্সাল দেখতে চায়। কারণ ও নাচে খুব ভালো। পরে যখন আমি ওকে রিহার্সালের ভিডিও দেখাই, খুব ভয়ে থাকি। কারণ ও সেখান থেকে প্রায় ৩৬,০০০ ভুল খুঁজে বের করে। ও হয়ত বলে আমার হাত, আমার পা, কোনও স্টেপ হয়ত ঠিক নেই। আমার ওইগুলি সংশোধন করা উচিত।’
আরও পড়ুন-OTT এখন আর শুধু যৌনতা আর হিংসা নয়, তবে কিছু নিয়ম জারি প্রয়োজন, মত প্রসেনজিতের
আরও পড়ুন-সায়রা বানুর ছবিতে ভিড়ে দাঁড়ানোর সুযোগ পান, কত পারিশ্রমিক পেয়েছিলেন নাসিরুদ্দিন?
আরও পড়ুন-‘সলমন ২-৩ ঘণ্টার জন্য আসত, ওর হয়ে শ্যুট করেছেন অন্য কেউ’! কুছ কুছ হোতা হ্যায়-এর সত্যি ফাঁস করলেন ফারহা
ভিকি বলেন, ‘কোনও নতুন ছবির চিত্রনাট্য হাতে পেলেও আমি ওর সঙ্গে আলোচনা করি। বাড়িতে এগুলি নিয়ে নিয়মিত আলোচনা হয়। ও ভালো অভিনেতা, অনেক পরিশ্রম করেই নিজের জায়গা তৈরি করেছে।’
প্রসঙ্গত, ২০২২-এ ‘কফি উইথ করণ’-এ এসে ভিকির সঙ্গে প্রেমের কথা খোলসা করেছিলেন ক্যাটরিনা। ক্যাট বলেছিলেন, তিনি ভিকির সম্পর্কে বিশেষ কিছুই জানতেন না, নাম শুনেছিলেন শুধু। তারপর ভিকির সঙ্গে দেখা হওয়ার পর তিনি ক্যাটরিনার মন জয় করে নিয়েছিলেন। ভিকির সঙ্গে বিয়ে নিয়ে ক্যাটরিনার কথায়, ‘এটাই হয়ত আমার নিয়তি ছিল। এটাই ঘটার ছিল। অনেক কাকতালীয় ঘটনা ঘটেছে, একসময় সবই অবাস্তব মনে হয়েছিল।’
প্রসঙ্গত, ২ জুন মুক্তি পেয়েছে সারা আলি খান-ভিকি কৌশলের ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’। তারই প্রচারে বিভিন্ন সাক্ষাৎকারের মুখোমুখি হচ্ছেন ভিকি।
For all the latest entertainment News Click Here