ক্যাচ ফেলতে তুমুল বকুনি কপিলের, মাঠে কেঁদে ফেলেন কুম্বলে, রহস্য ফাঁস বেদির
শুভব্রত মুখার্জি: ভারতীয় ক্রিকেটের ইতিহাস লেখা হলে নিঃসন্দেহে থাকবে অনিল কুম্বলের নাম। বিশেষ করে বোলারদের ইতিহাস লেখা হলে নিঃসন্দেহে উপরের সারিতে থাকবেন ভক্তদের আদরের ‘জাম্বো’। টেস্ট কেরিয়ারে ৬০০’র বেশি উইকেটের মালিকের কেরিয়ারের শুরুটা কিন্তু ছিল বেশ কঠিন। অত্যন্ত কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে তাকে উঠে আসতে হয়েছিল। কঠোর পরিশ্রমের ফল পেয়েছিলেন তিনি। কুম্বলের কেরিয়ারের প্রথম দিকের এমন এক অজানা কাহিনি শোনালেন প্রাক্তন ভারত অধিনায়ক বিষেন সিং বেদি। তিনি জানান নবীন কুম্বলেকে একবার ক্যাচ ফেলার জন্য বকা খেতে হয়েছিল কপিল দেবের কাছে। ঘটনাতে এতটাই প্রভাবিত হয়েছিলেন কুম্বলে যে তিনি নাকি কেঁদেও ফেলেছিলেন!
আরও পড়ুন: খেলা হবে দিবসে ক্রীড়াবিদদের স্বীকৃতি, সোনাজয়ী অচিন্ত্য-সৌরভদের সংবর্ধনা রাজ্যের
‘দি মিড উইকেট টেলস’ নামক এক অনুষ্ঠানে বিষেন সিং বেদি বলেন ‘ওটা ওর (কুম্বলের) প্রথম টেস্ট ম্যাচ ছিল। ওল্ড ট্র্যাফোর্ডে আমি দলের ক্রিকেট ম্যানেজার ছিলাম। অনিল একটা ক্যাচ ফেলে দিয়েছিল। মাঠেই ওকে বকাঝকা করেছিল কপিল। ওটা ছিল ওর অভিষেক ম্যাচ। আর আমার মনে হয় কপিলের ছিল ১০০তম ম্যাচ। আমি যখন ড্রেসিংরুমে যাই গিয়ে দেখি ও (অনিল) কাঁদছে। হয়ত এই ঘটনাই ওকে আরও শক্ত করেছিল। সেই মুহূর্তে কান্নাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে ওই মুহূর্তে ওর (অনিলের) খারাপ অনুভূত হয়েছিল। তার কারণটা আমরা পরেই দেখেছি (কুম্বলের অনবদ্য টেস্ট কেরিয়ারের প্রতি ইঙ্গিত)।’
উল্লেখ্য ম্যাচটা ছিল ১৯৯০ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট ম্যাচ। চা বিরতির আগে কপিলদেব ডিপ ফাইন লেগে কুম্বলে ফিল্ডিং করতে দাড় করান। তারপরে কপিল, অ্যালান ল্যাম্বকে একটি বাউন্সার দেন। ল্যাম্ব হুক করতে গিয়ে একটি সোজা ক্যাচ দিয়ে বসেন। কুম্বলে ক্যাচটি ধরতে পারলে টেস্টে তৎকালীন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হতেন কপিল। কুম্বলে ক্যাচটা মিস করেন। মাঠেই কুম্বলেকে প্রচণ্ড বকাঝকা করেছিলেন কপিল।
For all the latest Sports News Click Here