‘ক্যাঁচাল’ এর জেরে শ্রীজাতর ছবি থেকে সরে গেলেন সৃজিত? রানার বক্তব্যে শুরু জল্পনা
এই মুহূর্তে চরম ব্যস্ত প্রযোজক রানা সরকার। আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর প্রযোজনায় শুরু হতে চলেছে শ্রীজাতর প্রথম ছবি ‘মানবজমিন’। এর আগে বিভিন্ন কারণে একাধিকবার পিছিয়েছে এই ছবির শ্যুটিং। তবে এবার নির্দিষ্ট দিনে ছবি শুরু হওয়ার কথা পাকা থাকলেও মঙ্গলবার সকালে ফেসবুকে রানার করার একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। নড়চড়ে বসেছে টলিপাড়া। এদিন সকালে ফেসবুকে রানা লিখেছেন, ‘শ্রীজাতর সিনেমা থেকে ব্যাক আউট করার হুমকি দিলেন ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়।’
কে এই ‘ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়?’ পোস্ট জুড়ে নানান ফিসফাস উঠলেও শ্রীজাতর এককথায় তা পরিষ্কার হয়ে গিয়েছে। শ্রীজাতর মন্তব্য, ‘নিজের ভাল সৃজিতেও বোঝে।’ অর্থাৎ ‘ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়’ যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ছাড়া আর কেউ নন, তা বোঝা গেল পরিষ্কার। ‘মানবজমিন’ ঘোষণার প্রায় পরপরই জানা গিয়েছিল বন্ধু শ্রীজাতর পরিচালনায় সেই ছবিতে একটি ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সৃজিত। অন্যদিকে, সৃজিতও খুনসুটি করে জানিয়েছিলেন তাঁর পরিচালনায় ‘জুলফিকর’ ছবিতে অভিনয় করে শ্রীজাত-কে নিয়ে যে হাসাহাসি হয়েছিল দর্শকমহলে, তারই এবার প্রতিশোধ নেবেন ‘মানবজমিন’-এর পরিচালক। তবে এবার রানার এই পোস্ট দেখে ভুরু কুঁচকেছেন অনেকেই। তবে কমেন্টে শ্রীজাত-সৃজিতের ‘নারদ নারদ’ দেখলে অবশ্য মনে হতে পারে সবটুকুই নিছকই মজা। কিন্তু আদৌ তাই কী? কারণ হিন্দুস্তান টাইমস বাংলা-কে বলা রানা সরকারের মন্তব্য কিন্তু অন্য কিছুরই ইঙ্গিত দিচ্ছে।
রানের পোস্টে শ্রীজাতর ওই মন্তব্যের পাল্টা জবাবে সৃজিত বলেছেন, ‘আমার চুক্তি এখনও চূড়ান্ত করা হয়নি। আমার সহকারী এবং উকিলদের বলা শর্ত চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি। আমার সিঙ্গল ডোর মেক আপ ভ্যান এবং রোলস রয়েসে যাতায়াতের ব্যবস্থা করা হয়নি। এ ভাবে কাজ করা যায় না।’
চুপ করে থাকেননি শ্রীজাতও। খানিকটা বেশ মজার সুরেই যেন তাঁর কমেন্ট, ‘শাহরুখের মতো মন্তব্য টুকছ আজকাল? আর কত নীচে নামবে?’সৃজিতের জবাব, ‘প্রথম ছবি বলে যেন না। এটা স্ট্যান্ডার্ড কন্ট্র্যাক্ট। শাহরুখ, সৃজিত এদের জন্য।’ কমেন্ট করেছেন রানাও। শ্রীজাতর উদ্দেশে তাঁর মন্তব্য, ‘এরকমই হয়। পরিচালক-অভিনেতাদের ক্যাঁচালে প্রযোজক বলি হয়।’
যদিও এইসবা মন্তব্য, পাল্টা জবাবে কোনও তিক্ততা কিংবা বিদ্বেষের গন্ধ নেই। নেটিজেনরাও বলাবলি করছেন, নেহাতই দুই বন্ধুর রসিকতা এটি। তবে প্রযোজক রানা সরকার-এর কথা থেকে কিন্তু অন্য কিছুরই ইঙ্গিত পাওয়া গেল। রানা বলেন, ‘দেখুন, আমি এই নিয়ে এই মুহূর্তে আমি আর কোনও মন্তব্য করতে চাই না। শুধু এটুকু বলব অত্যন্ত মানসিক চাপে রয়েছি। আর দু’তিনদিন পরেই মানবজমিন-এর শ্যুটিং শুরু। তার আগেই….’ ফোনের ওপার থেকে নিজের বক্তব্য আর শেষ করেননি ‘জাতিস্মর’ ছবি খ্যাত এই প্রযোজক।
For all the latest entertainment News Click Here