কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে থাকা মানেই- রাজনীতির সেটে কোন পাঠ পড়লেন দিতিপ্রিয়া
সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) পরিচালিত ওয়েব সিরিজ রাজনীতি (Raajniti) মুক্তি পেতে চলেছে আগামী ২৬ মে। এই সিরিজটি হইচই প্ল্যাটফর্মে আসছে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার থেকে অফিসিয়াল পোস্টার মুক্তি পেয়েছে। বাংলার একাধিক প্রথম সারির অভিনেতাকে এই সিরিজে দেখা যাবে। মুখ্য ভূমিকায় আছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), কনিনীকা বন্দ্যোপাধ্যায় (Konineeca Banerjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), প্রমুখ। এই সিরিজের গল্পে উঠে আসবে এক রাজনৈতিক পরিবারের কথা। এখানে দিতিপ্রিয়াকে কৌশিক গঙ্গোপাধ্যায়ের মেয়ের চরিত্রে দেখা যাবে। তাঁর চরিত্রের নাম রাশি ব্যানার্জি।
ওটিটি প্লেকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অর্থই হল তাঁর থেকে প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলা। উনি ভীষণ গাইড করেছেন বলেও জানান দিতিপ্রিয়া। একই সঙ্গে তিনি বলেন, ‘সৌরভ দার পাশাপাশি আমি সবসময় তাঁকে আমার শটগুলো নিয়ে প্রশ্ন করতাম। আমার অভিনয় না থাকলেও আমি সেটে বিষয়ে ওঁর অভিনয়, ওঁর কাজ করা দেখতাম। অনেক কিছু শিখতে পেরেছি।’
কেবল কৌশিক নন, অর্জুন এবং কনিনীকার কথাও বলেন ছোট পর্দার রানি মা। দিতিপ্রিয়ার কথায়, ‘আমি কনি দিকে বহুদিন ধরেই চিনি। ওঁর সরলতা ওঁর চোখ মুখেই প্রকাশ পায়। উনি খুব খেয়াল রাখতেন। অন্যদিকে ঋষি দার (অর্জুন) সঙ্গে আমি অভিযাত্রিক ছবিতেও কাজ করেছি। ওঁকে সবাই ইন্ট্রোভার্ট বলে, কিন্তু আমরা কিন্তু শ্যুটিংয়ের সময় খুব মজা করতাম। আমরা জোকস বলতাম এবং ফাঁকা সময় হাসাহাসি করতাম। শুটটা খুব মজা করে করেছি আমরা।’
আরও পড়ুন: Raajniti Trailer: সৌরভের রাজনীতির বেড়াজালে বন্দি কৌশিক দিতিপ্রিয়া অর্জুন, খুলবে কোন রহস্যে জট
রাজনীতি ওয়েব সিরিজটা আসলে একটি রাজনৈতিক ড্রামা ঘরানার সিরিজ। এই সিরিজের অফার পাওয়া এবং কাজ করার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি লন্ডনে তখন একটি প্রজেক্টের শ্যুটিং করছি, তখন আমি এই শোয়ের বিষয়ে কল পাই। ব্রেক টাইমে যখন গল্পটা শুনি তখনই আমার পছন্দ হয়ে যায়। আমি মূলত এমন চরিত্র পাই যেগুলো খুব সরল, সাধ সিধে হয়। কিন্তু এই চরিত্রটায় অনেকগুলো স্তর আছে। আমার চরিত্রটির একটি অ্যাকসিডেন্ট হবে। আমি চলৎশক্তিহীন হয়ে পড়ব। ক্রাচে ভর করে হাঁটব। এই চরিত্রের সফরে আমি অনেক কিছু শিখেছি।’
উড়িষ্যার বেলগাদিয়া রাজবাড়িতে এই সিরিজের শ্যুটিং হয়েছে। বর্তমানে অভিনেত্রী বগলমামা ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই আগামী কাজে তাঁকে দেখা যেতে চলেছে।
For all the latest entertainment News Click Here