কোহলি যখন ‘জল বয়’! শার্দুল-কুলদীপের জন্য চাহালের সঙ্গে ড্রিঙ্কংস নিয়ে মাঠে বিরাট
ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে, এই ভিডিয়োতে কিং কোহলিকে তাঁর সহ খেলোয়াড়দের জন্য মাঠে জল নিয়ে যেতে দেখা যাচ্ছে। এই ভিডিয়োটি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওডিআই ম্যাচের একটি মুহূর্ত। এই ম্যাচে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে একাদশের বাইরে থাকার পরেও তাঁকে দলের জন্য অবদান রাখতে দেখা গিয়েছে। বিরাট কোহলের এই নিঃস্বার্থ ব্যবহারের প্রশংসা করছেন সকলেই।
জানিয়ে রাখি, দ্বিতীয় ওয়ানডেতে টিম ইন্ডিয়াকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ উইকেটে হারের মুখে পড়তে হয়েছিল। এর ফলে সিরিজ এখন ১-১ সমতায় পৌঁছে গিয়েছে। সিরিজ নির্ধারণী ম্যাচটি ১ অগস্ট খেলা হবে। বিশেষজ্ঞ এবং ক্রিকেট ভক্তরা আশা করছেন যে কিং কোহলি সেই ম্যাচে আবারও একাদশে ফিরে আসবেন।
তবে এদিনের ম্যাচে বিরাট কোহলির ‘জল বয়’ হয়ে ওঠার এই ভিডিয়োটি হল ভারতীয় ইনিংসের ৩৮তম ওভারের মুহূর্ত। জলের বিরতির সময়, বিরাট কোহলি তাঁর সতীর্থ যুজবেন্দ্র চাহালের সঙ্গে কুলদীপ যাদব এবং শার্দুল ঠাকুরের জন্য জল নিয়ে আসেন। কুলদীপ ও শার্দুল তখন ব্যাটিং করছিলেন। তখন ভারতের স্কোর ছিল ৭ উইকেটে ১৬৭ রান। সেই সময়ে এই দুই তারকার কাছে হয়তো বিশেষ বার্তা নিয়েই মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। এখন প্রশ্ন উঠতেই পারে এই ছবিতে এমন কি বিশেষ আছে? আসলে বিরাট কোহলি হলেন বর্তমান বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় নাম। তিনি প্রথম একাদশে নেই এবং তিনি সেই ম্যাচে জল বয়ে কাজ করছেন! এই কথাটাই হয়তো কেউ বিশ্বাস করতে চাইবেন না। আসলে কখনও এমন ছবি দেখা যায় না।
যদি কখনও দলের কোনও গুরুত্বপূর্ণ ক্রিকেটার একাদশের বাইরে থাকেন, তখন তিনি কখনও ‘জল বয়’ হন না। যদি মাঠে উপস্থিত ক্রিকেটারদের কিছু বার্তা দেওয়ার থাকে, তাহলে তাঁরা জুনিয়রদের দিয়েই মাঠে বল পাঠান। এমন অবস্থায় ভারতীয় দল যখন উইকেটে লড়াই করছে তখন নিজেই জল বয় হয়ে মাঠে নেমে সতীর্থদের পাশে দাঁড়ালেন বিরাট কোহলি। এই ভিডিয়ো দেখার পরে ভক্তদের মন নতুন করে জিতলেন বিরাট। এই ভিডিয়ো দেখার পরে এক ভক্ত লিখলেন, ‘হৃদয় তো একটাই, কতবার জিতবে তুমি এটা।’ তবে এটা প্রথম নয়, এর আগেও কোহলিকে বহুবার জল বয় হিসাবে মাঠে দেখা গিয়েছিল।
যাইহোক বিশেষজ্ঞরা মনে করেন, বার্বাডোজ ওয়ানডেতে টিম ইন্ডিয়ার পরাজয়ের মূল কারণ ছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতি। তরুণ খেলোয়াড়দের পরীক্ষা করার জন্য এই দুই সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল, কিন্তু বিশ্বকাপের কয়েক মাস আগে টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত কি যুক্তিযুক্ত হবে? এই ম্যাচে টিম ইন্ডিয়া রোহিত শর্মার অধিনায়কত্বে মিডল অর্ডারে বিরাট কোহলির অভিজ্ঞতার অনেক অভাব অনুভব করেছিল। কোহলি ওডিআই ক্রিকেটের কিং এবং তিনি জানেন কীভাবে খেলাটা চালাতে হয়। তিনি দলে উপস্থিত থাকলে তরুণ খেলোয়াড়দের সঙ্গে জুটি বেঁধে দলকে অবশ্যই চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে যেতেন। একই সঙ্গে লো-স্কোরিং ম্যাচেও রোহিত শর্মার অধিনায়কত্বের নির্ভীক সিদ্ধান্তের অভাব ছিল। তবে যাই হোক বিরাট কোহলির জল বয়ের ভূমিকা যে আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে তা বলাই যায়। কারণ এত বড় মাপের ক্রিকেটারও যদি জল বয় হতে পারেন, তাহলে জল বয় হওয়া কোনও ছোট বিষয় নয়, সেটাই এবার সকলের কাছে প্রমাণিত।
For all the latest Sports News Click Here