কোহলি-গম্ভীরের সম্পর্কের আগুনকে নেভাতে চান শাস্ত্রী! দিলেন বিশেষ পরামর্শ
আইপিএল ২০২৩-এর ৪৩ তম ম্যাচে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে অনেক প্রাক্তন ক্রিকেটারই হতাশ হয়েছেন। লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলা ম্যাচে এই ঘটনাটি ঘটেছিল যখন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল। যাইহোক, গম্ভীরের আগে, লখনউয়ের হয়ে খেলা নবীন-উল-হকের সঙ্গে বিরাটের তর্ক হয়েছিল। এরপর ম্যাচ শেষ হলে গম্ভীরের সঙ্গে তাঁর ঝামেলা শুরু হয়।
লখনউতে খেলা ম্যাচে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে ঝামেলার পরে বিতর্ক যেন শেষই হচ্ছে না। দুই তারকার মধ্যে ঝামেলার পরে দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিসিসিআই। তাদের উভয়ের বিরুদ্ধে একশো শতাংশ ম্যাচ ফির জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে নবীন-উল-হককে। তবে কোহলি ও গম্ভীরের মধ্যে এমন পরিস্থিতি এই প্রথম নয়। অতীতেও দু’জনের মধ্যে অনফিল্ড বিরোধ সামনে দেখা গিয়েছিল। এখন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছেন যে তারকা জুটির মধ্যে যত তাড়াতাড়ি মধ্যস্থতা হবে ততই ভালো।
আরও পড়ুন… হাসপাতালের বিছানা থেকে RCB ভক্তদের জন্য সুখবর দিলেন ৪৯ বলে শতরান করা ক্রিকেটার
স্টার স্পোর্টস-এ রবি শাস্ত্রী বলেছেন, ‘আমার মনে হয় দু-একদিনের মধ্যেই তা বুঝতে পারবে। তারা বুঝতে পারবে যে এটি আরও ভালো ভাবে পরিচালনা করা যেতে পারে। দুজনই একই রাজ্যের হয়ে খেলেছেন। তাঁরা প্রচুর ক্রিকেট খেলেছেন। গৌতম ডাবল বিশ্বকাপজয়ী, বিরাট একজন আইকন। দুজনেই দিল্লি থেকে এসেছেন। আমি মনে করি সবথেকে ভালো হবে তাদের দুজনকে একবারের জন্য একে অপরের বসানো এবং দরকার হবে এটাকে একেবারের জন্য শেষ করা।’
আরও পড়ুন… বদলার ম্যাচে কি মোহালিতে পঞ্জাবকে হারাতে পারবে মুম্বই? দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ
ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বর্তমানে আইপিএলে ধারাভাষ্য করছেন। তিনি এই ঘটনায় বিরাট কোহলি এবং গম্ভীরের মধ্যে মিটমাট করাতে প্রস্তুত। স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে শাস্ত্রী বলেছেন তিনি দুজনের মধ্যে সমস্ত ঝামেলা মিটিয়ে সবকিছুর সমাধান করে দুজনের পুনর্মিলন ঘটাতে চান। এই ধরনের বিরোধ বন্ধ দরজার আড়ালে সমাধান করাই ভালো বলে মনে করেন রবি শাস্ত্রী। সূত্রের খবর এর আগেও তিনি এমনটা করেছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে এর আগে বিরাট কোহলি ও রোহিত শর্মার ঝামেলা মিটিয়েছিলেন।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের ঝগড়া নিয়ে কথা বলতে গিয়ে রবি শাস্ত্রী বলেছেন, ‘এটা কে যত তাড়াতাড়ি মেটানো যায় সেটা তত তাড়াতাড়ি করা ভালো। কারণ আপনি এটিকে আরও খারাপ করতে চাইবেন না। পরের বার তারা আবার দেখা করলে, আবারও একটি তর্ক হতে পারে এবং জিনিসগুলি আরও খারাপ হতে পারে। যদি আমাকে এর সমাধান করতে বলা হয়, তাহলে আমি এটিকে করতে রাজি আছি।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here