‘কোহলি-কোহলি’ আওয়াজে দর্শকদের টিটকিরি, চোখ দিয়ে আগুন ঝরল গম্ভীরের- ভাইরাল ভিডিয়ো
কোহলি-গম্ভীরের ঝামেলার রেশ থামার লক্ষণ নেই এখনও। বরং বোঝা যাচ্ছে যে, এবার বিষয়টি যুযুধান দুই তারকার হাতের বাইরে চলে গিয়েছে।
সোমবার একানা স্টেডিয়ামে লখনউ বনাম ব্যাঙ্গালোর ম্যাচের শেষে নিজেদের মধ্যে ঝামেলায় জড়ান বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। বিসিসিআই প্রাক্তন ও বর্তমান, দুই ক্রিকেটারকেই শাস্তি দিয়ে বিতর্কে জল ঢালার চেষ্টা করে। তবে বিশেষজ্ঞমহলে আলোচনা-সমালোচনার অন্ত নেই। সোশ্যাল মিডিয়ায় বিস্তর চর্চা ও কাদা ছোঁড়াছুঁড়ি চলছে নেটিজেনদের মধ্যে। কেউ কোহলির সমর্থনে কথা বলছেন তো কেউ আবার গম্ভীরের পক্ষ নিয়ে কাঠগড়ায় তুলছেন বিরাটকে।
এই অবস্থায় বুধবার সেই একানা স্টেডিয়ামে ফের দেখা গেল বিতর্কিত ঘটনার রেশ। আসলে আরিসিবির বিরুদ্ধে মাঠে নামার একদিন পরেই লখনউ ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়। যদিও বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যায় মাঝপথেই।
বুধবার চেন্নাই ম্যাচের সময় গম্ভীরকে উদ্দেশ্য করে একদল দর্শককে ‘কোহলি-কোহলি’ বলে আওয়াজ দিতে শোনা যায়। এমন আওয়াজ শুনে গম্ভীরের যা প্রতিক্রিয়া ছিল, সেটাই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:- SRH vs KKR: ‘হারানোর কিছুই নেই’, ভুল থেকে শিক্ষা নিয়ে ভয়ডরহীন ক্রিকেট খেলার অঙ্গীকার নীতীশ রানার
ভিডিয়োতে দেখা যায় গম্ভীর-অমিত মিশ্ররা সিঁড়ি বেয়ে ওঠার সময় একদল সমর্থক ‘কোহলি-কোহলি’ বলে চিৎকার করতে থাকেন। গম্ভীর এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করেন কারা আওয়াজ দিচ্ছেন। তাঁর মুখ ছিল যথার্থই গম্ভীর। চোখে রাগ ঠিকরে বেরোচ্ছিল। ঘুরে তাঁকান অমিত মিশ্রও।
IPL 2023: ছক্কা হাঁকানোয় সবার আগে KKR, ডু’প্লেসি একা যতগুলি ছয় মেরেছেন, দিল্লির সবাই মিলে মারতে পারেননি- পরিসংখ্যান
উল্লেখ্য, সোমবার লখনউয়ের একানা স্টেডিয়ামে আরসিবির ১২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে সুপার জায়ান্টস শুরু থেকে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় কোহলির বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত আগ্রাসী। প্রতিটি উইকেট পড়ার সঙ্গে সঙ্গে বিরাটের সেলিব্রেশনে আগ্রসন ক্রমশ মাত্রা ছাড়াতে থাকে। অমিত মিশ্র, নবীন উল হকরা ব্যাট করার সময় বিরাটকে তাঁদের উদ্দেশ্যে বাক্যবাণ ছুঁড়ে দিতে দেখা যায়। শেষমেশ লখনউ ১০৮ রানে অল-আউট হয়ে মাচ হারে।
ম্যাচের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস, উভয় দলের ক্রিকেটারদের সৌজন্য বিনিময়ের সময় বিরাট কোহলি ও নবীন উল হকের মধ্যে একদফা ঝামেলা হয়। সেই রেশ গড়ায় অনেক দূর। একে একে কাইল মায়ের্স ও গৌতম গম্ভীরের সঙ্গে তর্কে জড়ান কোহলি। গম্ভীরের সঙ্গে আগেও একাধিকবার কথাকাটাকাটিতে জড়িয়েছেন বিরাট। এদিন সেই আগুনে ঘি পড়ে বলা যায়। একে অপরের দিকে রীতিমতো তেড়ে যান দুই ভারতীয় তারকা। বাকিরা দু’জনকে ঠেলে সরিয়ে নিয়ে না গেলে ঝামেলা আরও বাড়ত সন্দেহ নেই।
এমন আচরণের জন্য কোহলিকে শাস্তিও পেতে হয় পরে। আচরণবিধি ভঙ্গের দায়ে বিসিসিআই তাঁর ম্য়াচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করে। ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা হয় গৌতম গম্ভীরেরও।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here