কোহলির ‘হারিয়ে’ বিশাল নজির শিখরের, IPL-র দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী চাহালের
আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে গেলেন যুজবেন্দ্র চাহাল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে যে ম্যাচে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন রাজস্থান রয়্যালসের তারকা চাহাল, সেই ম্যাচেই বিশেষ মাইকফলক ছুঁয়ে ফেললেন শিখর ধাওয়ান। শুধু তাই নয়, বিরাট কোহলির থেকে কম ইনিংসেই সেই মাইকফলক ছুঁয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক। তাঁদের সামনে আছেন শুধু ডেভিড ওয়ার্নার।
ধাওয়ানের নজির
- রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন ধাওয়ান। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রাক্তন তারকা সুরেশ রায়নাকে ছাপিয়ে গেলেন পঞ্জাব কিংসের অধিনায়ক।
- দিনকয়েক আগেই ধাওয়ানকে ছাপিয়ে গিয়েছিলেন বিরাট কোহলি। আজ বিরাটকে ছুঁয়ে ফেললেন শিখর। আইপিএলের ইতিহাসে ৫০ রান অর্ধশতরান বা তার বেশি রান করার নজির গড়লেন। কোহলি ২১৬ টি ইনিংসে সেই মাইলস্টোন ছুঁয়েছেন। ধাওয়ান সেটা ২০৭ টি ইনিংসেই করে ফেলেছেন। ওই তালিকার শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার (১৬৪ টি ইনিংসে ৬০ বার ৫০ রান বা তার বেশি স্কোর করেছেন)।
- পঞ্চম ব্যাটার হিসেবে রাজস্থানের বিরুদ্ধে ৬০০ রানের গণ্ডি পার করলেন ধাওয়ান।
আরও পড়ুন: RR vs PBKS in IPL 2023: নন-স্ট্রাইকার শিখরকে রান-আউটের শাসানি অশ্বিনের, পুরো কাঁচুমাচু হল বাটলারের মুখ!
চাহালের রেকর্ড
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেন চাহাল। ১৩৩ টি ম্যাচে ১৭১ টি উইকেট নিয়েছেন রাজস্থান রয়্যালসের বোলার। ১৩২ টি ইনিংসে ৪৮৩ ওভার বল করেছেন। ৩,৬৯১ রান দিয়েছেন। নিয়েছেন মোট ১৭১ টি উইকট। সেরা বোলিং ফিগার ৫/৪০। গড় ২১.৫৮। ইকোনমি রেট ৭.৬৩। স্ট্রাইক রেট ১৬.৯৮। চারটি ইনিংসে নিয়েছেন চারটি উইকেট। একবার পাঁচটি উইকেট নিয়েছেন। যিনি আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলতেন।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here