কোহলির মেলবোর্নের ইনিংস নয়,যুবির এক বিশেষ ইনিংসকে এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন কোচ
২৩ অক্টোবর রবিবার মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি ৫৩ বলে অপরাজিত ৮২ রানের যে ইনিংসটি খেলেছিলেন, সেটা নিয়ে তাঁকে সকলেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। তবে ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার আবার অন্য কথা বলছেন। তিনি কোহলির এই ইনিংসকে সেরা মানতে নারাজ। সেরা ইনিংসের খতিয়ানে যুবরাজকে এগিয়ে রাখছেন বাঙ্গার। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ইনিংসকেই তিনি এক্ষেত্রে এগিয়ে রাখছেন।
প্রসঙ্গত, ডারবানে ২০০৭ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সেই সময়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আর সেই ম্যাচে যুবরাজ ৩০ বলে ঝড়ো ৭০ করে ভারতকে ১৮৮ রানে পৌঁছে দেন। ম্যাচটি জিতেছিল ভারতই।
আরও পড়ুন: নেদারল্যান্ডস ম্যাচের প্রস্তুতিতে কোহলি-রোহিতরা, অনুপস্থিত ৫ তারকা
ভারতের প্রাক্তন টেস্ট ওপেনার এবং বর্তমান ক্রিকেট ধারাভাষ্যকার আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে সঞ্জয় বাঙ্গারকে প্রশ্ন করেছিলেন যে, কোন ভারতীয় ব্যাটারের ইনিংস তিনি টি -টোয়েন্টি ক্রিকেটের শীর্ষে রাখবে। আকাশ চোপড়া বিকল্প দিয়েছিলেন যে, দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুবরাজ সিংয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঝোড়ো ইনিংস। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলা ৩০ বলে ৭০ রানের সঙ্গে বিরাটের দু’টি ইনিংস বেছে নেওয়ার বিকল্প দিয়েছিলেন।
আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিককে,অক্ষরের বদলে হয়তো যুজি
মোহালিতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে ৮২ রান করেছিলেন বিরাট কোহলি। আর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ৮২ রান করেছিলেন। তবে এর মধ্যে সঞ্জয় বাঙ্গার যুবরাজের ইনিংসটিকেই এগিয়ে রেখেছেন। অন্য দিকে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির ইনিংসকে তিনি দুই নম্বরে রেখেছেন। কারণ বিরাট নিজেও এই ইনিংসটিকে তাঁর সেরা ইনিংস হিসাবে বর্ণনা করেছেন।
আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলের ভিডিয়োটিতে বাঙ্গার বলেছেন, ‘আমার সবচেয়ে ভালো লেগেছিল যুবরাজ সিংয়ের ইনিংসটি। তিনি এক নম্বরে থাকবেন। কারণ সেটি একটি সেমিফাইনাল ম্যাচ ছিল, তাই সেটি একটি ভিন্ন স্তরের ছিল। দ্বিতীয়টি, যেমন বিরাট কোহলি নিজেই ম্যাচের পরে তার সাক্ষাৎকারে বলেছিলেন যে, তিনি এগিয়ে রাখবেন মেলবোর্নের ইনিংসটিকে। এটি যে ধরণের আক্রমণ ছিল এবং আমরা যে অবস্থানে ছিলাম, কঠিন পরিস্থিতিতে এই ইনিংস- আমি মনে করি মেলবোর্নেটি দুইয়ে থাকা উচিত।’
For all the latest Sports News Click Here