‘কোহলির মতো খারাপ দশা হবে না বাররের’, বিরাট পাঁকে পড়তেই আওয়াজ পাকিস্তানির
শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন ধরে ব্যাটে রান নেই প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির। ক্রিকেটের তিন ফর্ম্যাটের রানের খরা চলছে বিরাটের। ২০১৯ সালের পর থেকে তো আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ফর্ম্যাটে একটিও শতরান করতে পারেননি তিনি। অন্যদিকে তার সমসাময়িক ব্যাটাররা যারা বিশ্ব ক্রিকেটের ১ নম্বর ব্যাটার হওয়ার লড়াইতে রয়েছেন তারা প্রায় সকলেই ফর্মে রয়েছেন। দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও। আর সেই কথা উল্লেখ করেই বিরাট এবং বাবরের মধ্যে তুলনা টেনেছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন পাক পেসার আকিভ জাভেদ। তার অকপট মন্তব্য ব্যাটার বাবরের খারাপ ফর্ম এলেও তা বিরাটের মতো দীর্ঘায়িত হবে না।
আরও পড়ুন: চোটের সময় ছুড়ে ফেলে দেয়নি KKR, ইডেনে কৃতজ্ঞতা প্রকাশ নয়া তারকার
পাকটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আকিভ জাভেদ জানিয়েছেন, ‘দুই ধরনের গ্রেট প্লেয়ার রয়েছেন। একধরনের ক্রীড়াবিদ হলেন এমন যারা যদি কোনওদিন আটকা পড়ে তাহলে তাদের খারাপ সময় চলতেই থাকে তা কাটার নাম নেয় না। আর অন্য ধরনের ক্রিকেটাররা হলেন যাদের খারাপ সময় কাটিয়ে উঠতে বেশি সময় লাগে না। যেমন বাবর আজম, কেন উইলিয়ামসন, জো রুট। কারণ তাদের দুর্বলতাটাই খুঁজে পাওয়া মুস্কিল। কোহলি কোনও কোনও সময় অফ স্ট্যাম্পের বাইরের বলকে তাড়া করে খেলতে গিয়ে বিপদে পড়ে। জেমস অ্যান্ডারসন তো লক্ষ্যবার এই দুর্বলতাকে আক্রমণ করেছে।’
তিনি আরও যোগ করেন, ‘কয়েকদিন আগেই আমি ওকে (বিরাট) খেলতে দেখছিলাম। ও আউট সাইড দি অফ স্ট্যাম্পের বাইরের বল খেলার সময় যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে তবেই করছে তা স্পষ্ট ছিল।আপনি যখন নিজের টেকনিক বদলাবেন তখন এই ধরনের সমস্যাতে আপনাকে পড়তেই হবে। কোহলি যদি পারফরম্যান্স করতে না পারে তবে ভারত হারবে। আমাদের (পাকিস্তানের) ক্ষেত্রেও বিষয়টি তাই। তবে প্রশ্ন উঠবেই ভারত কেন ফর্মে থাকা দীপক হুডাকে বেশি করে খেলাচ্ছে না। আমিরশাহির পিচে অবশ্য খারাপ ফর্মে থাকা ব্যাটাররাও ওখানে ফর্মে ফিরে আসে।’
For all the latest Sports News Click Here