কোহলির ঠুকঠুকে হাফ-সেঞ্চুরি, একা লড়লেও বড় হার তাঁর দলের
ব্যাট হাতে দুর্দান্ত লড়াই ক্যাপ্টেনের। তবে সতীর্থদের সাহায্য না মেলায় হারতে হয় দলকে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ব্যর্থ হয় মিজোরামের ক্যাপ্টেন তরুবর কোহলির লড়াকু হাফ-সেঞ্চুরি।
রাজকোটে এলিট-এ গ্রুপের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে রাজস্থান। তারা নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৮৩ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ওপেনার অভিজিৎ তোমর ৮৪ রান করে নট-আউট থাকেন। ৫৯ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন।
এছাড়া অনিরুদ্ধ সিং ১১ বলে ২৪, কুণাল সিং রাঠোর ৩৪ বলে ৪৬, শুভম গারওয়াল ৪ বলে ৭ ও মহীপাল লোমরোর ১২ বলে ১৪ রান করেন। রালতে ২টি ও অবিনাশ যাদব ১টি উইকেট নেন।
আরও পড়ুন:- T20 World Cup 2022: টিম গেমই আসল শক্তি, তবে শেষ হার্ডলে আটকানোর বদভ্যাসই পিছিয়ে রাখছে কিউয়িদের, দেখুন শক্তি-দুর্বলতা
পালটা ব্যাট করতে নেমে মিজোরাম ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১০ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। তরুবর কোহলি ৬৩ রান করে আউট হন। ৫৬ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ১টি ছক্কা মারেন। বাকিদের মধ্যে জোসেফ ২৭ রানের যোগদান রাখেন। মাত্র ৫ রান করে আউট হন শ্রীবৎস গোস্বামী। ৭৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে রাজস্থান।
আরও পড়ুন:- AUS vs NZ: চেনা পিচ, বড় মঞ্চের চাপ সামলানোর অভিজ্ঞতাই প্লাস পয়েন্ট অজিদের, চোখ রাখুন শক্তি-দুর্বলতায়
রাহুল চাহার ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ১৮ রানে ২টি উইকেট নেন তনভীর উল-হক। ৩ ওভারে মাত্র ১০ রান খরচ করে ১টি উইকেট নেন কমলেশ নাগারকোটি। ১১ রানে ১টি উইকেট নিয়েছেন অনিকেত চৌধরী।
For all the latest Sports News Click Here