কোহলির চার বাঁচাতে গিয়ে সংঘর্ষ ২ লঙ্কার প্লেয়ারের মধ্যে, মাঠ ছাড়লেন স্ট্রেচারে
তিরুঅনন্তপুরমে ভারত-শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। বিরাট কোহলির হাঁকানো চার বাঁচানোর চেষ্টায় শ্রীলঙ্কার দুই প্লেয়ারের মধ্যে ঘটে গেল মুখোমুখি দুর্ঘটনা। যার জেরে তাঁদের স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হল।
শ্রীলঙ্কার দুই প্লেয়ারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে, দুই খেলোয়াড়ই মাটিতে শুয়ে ব্যথায় ছটফট করতে থাকেন। এবং তার পরে ফিজিও-কে মাঠে আসতে হয়। পরে দু’টি স্ট্রেচারে করে তাঁদের বাইরে নিয়ে যেতে হয়। এই ঘটনায় সাময়িক ভাবে তীব্র আশঙ্কা ছড়িয়ে পড়়েছিল দুই শিবির সহ পুরো স্টেডিয়ামেই।
ঘটনাটি ঘটে ৪২.৫ ওভারে। চামিকা করুণারত্নে বল করছিলেন। স্ট্রাইকে ছিলেন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটসম্যান ডিপ মিডউইকেট এবং ডিপ স্কোয়ার লেগের মধ্যে শটটি খেলেন। বল যাচ্ছিল চারে। এমতাবস্থায় জেফরি ভ্যান্ডারসে ও বান্দারা বল আটকানোর চেষ্টা করেন। দু’জনেরই চোখ ছিল বলের দিকে। স্বাভাবিক ভাবেই মুখোমুখি সজোরে সংঘর্ষ হয়। এক জন স্লাইড করে চার বাঁচাতে গেলে, অন্য জনও নীচু হয়ে চার বাঁচাতে গিয়ে তাঁর গায়ে উঠে পড়ে। দু’জনেই সজোরে চোট লাগে।
আসলে বাঁ-দিক থেকে ছুটে আসছিলেন ভ্যান্ডারসে আর অন্য পাশ থেকে বান্দারাও এসে বল থামানোর চেষ্টা করেন। কিন্তু দুই খেলোয়াড়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভান্ডারসে মাথায় আঘাত পান। আর বান্দারা পায়ে আঘাত পান। তবে ২জনের কেউই শেষ পর্যন্ত চার রান বাঁচাতে পারেননি। উল্টে আঘাতের জেরে তারা মাটিতেই শুয়ে পড়েন। উঠতে পারছিলে না। সঙ্গে সঙ্গে ছুটে আসেন শ্রীলঙ্কান ফিজিও। এ দিকে ভারতীয় দলের মেডিকেল স্টাফেরাও মাঠে পৌঁছে যান।
উভয় খেলোয়াড়ের অবস্থা দেখে মাঠে স্ট্রেচার ডেকে দুই খেলোয়াড়কে বাইরে নিয়ে যাওয়া হয়। এই সময়, বিরাট কোহলি শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকার সঙ্গে কথা বলেন এবং দুই খেলোয়াড়ের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
তবে আম্পায়ার শ্রীলঙ্কা টিমের সঙ্গে কথা বলে খেলা চালু করার নির্দেশ দেন। ধনঞ্জয় ডি’সিলভা পরিবর্তে ফিল্ডিং করতে নামেন। এ দিকে সেই চারের হাত ধরে কোহলি ৯৯ রানে পৌঁছে যান। এবং ওভারের শেষ বলে ১ রান নিয়ে নিজের ৪৬তম ওডিআই সেঞ্চুরি পূরণ করেন।
For all the latest Sports News Click Here