কোহলির এই সতীর্থের বিশ্বাস ক্রিকেটের তিন ফর্ম্যাটে এক নম্বরে পৌঁছাবেন বাবর
শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে পাকিস্তান সিনিয়র দলের অধিনায়ক বাবর আজম তার কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তার ব্যাট থেকে সাম্প্রতিককালে এসেছে প্রচুর রান। বিভিন্ন মহল থেকেই বাবর আজমের ব্যাটিংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলির ব্যাটিংয়ের একটা তুলনা করা হয়। বর্তমান সময়ে দাঁড়িয়ে আইসিসি অনুযায়ী তিন ফর্ম্যাটেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন বাবর আজম। আরসিবির তারকা ব্যাটার দীনেশ কার্তিক মনে করেন শুধুমাত্র প্রথম পাঁচে নয় ব্যাটার হিসেবে তিন ফর্ম্যাটেই আইসিসি র্যাঙ্কিং-এর এক নম্বরে পৌঁছে নজির গড়তে পারেন বাবর আজম।
আইসিসি-র রিভিউতে ২৭ বছর বয়সির এই নজির গড়ার সম্ভাবনার বিষয়ে অকপট উত্তর দিয়েছেন দীনেশ কার্তিক। দীনেশ কার্তিকের বলেন, ‘ ১০০ শতাংশ বাবর এই নজির গড়বে বলে মনে হয়। ও একজন হাই কোয়ালিটি ক্রিকেটার। এই মুহূর্তে ও কেরিয়ারের সেরা ব্যাটিং ফর্মে রয়েছে। সামনেই বেশ কিছু টেস্ট ম্যাচ খেলবে ও। তিন ফর্ম্যাটে ও দুরন্ত ফর্মে রয়েছে। এছাড়াও বাবর বিভিন্ন ব্যাটিং পজিশনে ব্যাট করেছে সাফল্যের সঙ্গে। আমার শুভেচ্ছা সব সময় ওর জন্য রয়েছে। গোটা পাকিস্তানের সমর্থন ওর পাশে রয়েছে। যা ওকে আরও বড় কিছু পেতে সাহায্য করবে।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘ফ্যাব-ফোরের কথা যখন আমরা বলছি তখন বেশ কিছু অসাধারণ মানুষের কথা বলছি। যারা ক্রিকেটার হিসেবে অত্যন্ত শক্তিশালী। তবে এই বিষয়ে কোন সন্দেহই নেই যে বাবরের মধ্যে সমস্ত গুণ রয়েছে এই লিস্টে থাকার। আমি মনে করি ও এই ফ্যাব-ফোর কে ফ্যাব-ফাইভ করার ক্ষমতা রাখে। বাবর একজন স্পেশাল ক্রিকেটার। আমি বিশ্বাস করি যে ও প্রায় কাছাকাছি রয়েছে এই লিস্টে ঢোকার ক্ষেত্রে। ওর ব্যাটিংয়ে যে জিনিসটা আমার সবথেকে ভালো লাগে তা হল ব্যাট করার সময়তে ওর ব্যালান্স। যখন ক্রিকেট বলকে খেলে তখন স্ট্রাইক পয়েন্টটা আমার খুব ভালো লাগে।’
For all the latest Sports News Click Here