কোহলিদের মধ্যে চরম ঔদ্ধত্য, জানতাম ওরা ধসে যাবে! তুলোধোনা প্রাক্তন ক্যারিবিয়ানের
২০১৩ সালে শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। তারপর আর কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি টিম ইন্ডিয়া। ফাইনালে গিয়েও হারতে হয়েছে। একাধিক অধিনায়ক এবং কোচ পরিবর্তন হলেও পরিস্থিতির কোনও বদল হয়নি। শুধুই হতাশার মধ্যে পড়তে হয়েছে। এবার যার কোনও পরিবর্তন হল না।
এই নিয়ে পরপর দুইবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় ভারতীয় দল। প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে হয়েছে। এবারও ভাগ্য পরিবর্তন না হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হল টিম ইন্ডিয়াকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অজিদের বিরুদ্ধে ২০৯ রানে হারের পর সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। অনেকেই রোহিতের ফর্ম এবং অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার অ্যান্ডি রবার্টস। মিড ডে’র এক সাক্ষাৎকারে ভারতীয় দলের ক্রিকেটারদের মানসিকতা এবং আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন। প্রাক্তন ক্যারিবিয়ান এই ক্রিকেটার বলেন, ‘এটা বেশি ঔদ্ধতার প্রমাণ। ভারত বিশ্বের আর কোনও দলকে গুরুত্বই দেয় না। তারা ভাবে বিশ্বের সবচেয়ে বড় ভারতই। এতটাই আত্মবিশ্বাস তাদের। যার জন্য ভুগতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। অত্যাধিক আত্মবিশ্বাসের ফল এটা। ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তাদের ফোকাস কোনটা? টেস্ট ক্রিকেট নাকি সীমিত ওভারের ক্রিকেট। টি-টোয়েন্টি ক্রিকেট তাঁর গতিপথ চলবে। সেখানে ব্যাট-বলের কোনও প্রতিযোগিতা নেই।’
ভারতের এই অবস্থার জন্য দায়ী যে ক্রিকেটাররাও তাও বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন ক্যারিবিয়ান পেসার। তিনি বলেছেন, ‘আমি আশা করেছিলাম ভারত লড়াই করবে। কিন্তু সেই ভাবে লড়াই করতে দেখতে পাইনি। তবে রাহানের ব্যাটিং আমার ভালো লেগেছে। যেভাবে কামব্যাক করে ফিরে এসেছে। তা সত্যি একজন ক্রিকেটারের পরিচয় দিয়েছে। দলের খারাপ পরিস্থিতির পরও টেনে নিয়ে গিয়েছে। পাশাপাশি গিলের বেশ কিছু শট আমার খুব ভালো লেগেছে। তবে ও যেভারে লেগ স্টাম্প ছেড়ে দাঁড়ায়, তা মোটেই ভালো নয়। কারণ ক্যাচ উঠে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে খুব ভালো প্রতিভাশালী ব্যাটার গিল। বিরাট কোহলিও বেশ ভালো খেলার চেষ্টা করেছে দ্বিতী. ইনিংসে। ভারতীয় দলের কাছে বেশ ভালো ক্রিকেটার রয়েছে। তবে সমস্যা একটাই তারা দেশের বাইরে গিয়ে নিজের সেরাটা সেই ভাবে দিতে পারে না।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাবে পরপর দুইবার জায়গা করে নিলেও খালি হাতে ফিরতে হয়েছে ভারতকে। হতাশা গ্রাস করেছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। আর কয়েক মাস পরই ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতের মাটিতে। সেই বিশ্বকাপের আইসিসি ট্রফির খরা কাটাতে পারে কিনা ভারতীয় দল সেটাই দেখার বিষয়।
For all the latest Sports News Click Here