‘কোহলিকে তাহলে টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়তে হতো না’, পৃথক নেতা নিয়ে বীরুর যুক্তি
টেস্ট হোক বা সীমিত ওভারের ক্রিকেট, সাম্প্রতিক সময়ে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। কোহলির পরে রোহিত, রাহুল ও বুমরাহ টেস্টে ভারতের ক্যাপ্টেন্সি করেন। সীমিত ওভারের ক্রিকেটে ধাওয়ান, রাহুল, পন্ত ও পান্ডিয়া ক্যাপ্টেন্সি করেছেন জাতীয় দলের। উল্লেখযোগ্য বিষয় হল, নেতা হিসেবে প্রত্যেকেই নিজেদের ইতিবাচক ছাপ রেখেছেন।
এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে যে, টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে অথবা ভিন্ন ফর্ম্যাটে ভারতের কি আলাদা আলাদা ক্যাপ্টেনের হাতে দায়িত্ব দেওয়া উচিত? যদিও বীরেন্দ্র সেহওয়াগ মনে করছেন না যে, এখনই ভারতীয় দলে স্প্লিট ক্যাপ্টেন্সি দেখা যেতে পারে বলে। বীরু এক্ষেত্রে অকাট্য যুক্তি পেশ করেন।
ভারত বনাম ইংল্যান্ড এজবাস্টন টেস্টের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
ভারত বনাম ইংল্যান্ড এজবাস্টন টেস্টের প্রথম দিনে সোনি স্পোর্টসের আলোচনায় সেহওয়াগের দাবি, অদূর ভবিষ্যতে কী হবে সেটা সময় বলবে। তবে এখনই যদি বিসিসিআই বা জাতীয় নির্বাচকদের মনে স্প্লিট ক্যাপ্টেন্সির ভাবনা থাকত, তবে কোহলিকে টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়তে হতো না।
আরও পড়ুন:- IND vs ENG: ইংল্যান্ডে একজোড়া ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন দীনেশ কার্তিক
সেহওয়াগ মনে করিয়ে দেন যে, কোহলি নিজে থেকে টি-২০ ক্যাপ্টেন্সি ছাড়েন। তবে নির্বাচকরা তাঁকে সরিয়ে রোহিতকে ওয়ান ডে ক্যাপ্টেন করার পরে কোহলি টেস্টের নেতৃত্বও ছেড়ে দেন এবং বিসিসিআই সেটা গ্রহণ করে। বীরুর মতে যদি আলাদা আলাদা ক্যাপ্টেন দিয়ে কাজ চলত, তবে রোহিত ও কোহলি পাশাপাশি ক্যাপ্টেন্সি করতেই পারতেন। রোহিতকে সেক্ষেত্রে তিন ফর্ম্যাটে নেতা করার প্রয়োজন হতো না।
For all the latest Sports News Click Here