কোলাঘাটের চাষির ছেলের অবদান ভোলেননি,বিয়ের পরে দয়ানন্দের সঙ্গে দেখা করলেন রোহিতরা
বিয়ের পরে মেদিনীপুরের এক চাষির ছেলে ও তাঁর স্ত্রী-র সঙ্গে দেখা করলেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব, এমনটা শোনার পরেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে ছবিটা পরিষ্কার হওয়া মুশকিল। তবে যদি দয়ানন্দ গরানি ও তাঁর পরিবারের সঙ্গে হিটম্যানরা দেখা করলেন বলা হয়, তবে অনেকের চোখের সামনে ফুটে উঠতে পারে ঝাঁকড়া চুলের এক সুঠাম দেহের ছোকরার ছবি।
আসলে দয়ানন্দ হলেন টিম ইন্ডিয়ার অন্যতম থ্রো-ডাউন স্পেশালিস্ট, নিজেদের সাফল্যের জন্য বিরাট কোহলিরা যাঁর কৃতিত্ব স্বীকার করে নিয়েছেন প্রকাশ্যেই। ২০২০ সালের অস্ট্রেলিয়া সফরের আগে টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত জামিট্যা গ্রামের এই তরুণ।
বাবা একজন সাধারণ চাষি। আর পাঁচটা ভারতীয় কিশোরের মতোই দয়ানন্দেরও ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। তবে ক্রিকেটের ময়দানে বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারেননি তিনি। কোলাঘাট থেকে রোজ রোজ কলকাতায় গিয়ে অনুশীলনের টাকা ছিল না তাঁর। সাধ্যমতো কোলাঘাটেই অনুশীলন সারেন। শেষমেশ সব প্রতিবন্ধকতা দূর করে সিএবির ক্লাব ক্রিকেটে আত্মপ্রকাশ করেন দয়ানন্দ। খেলার ফাঁকে গ্রিন পুলিশের চাকরিও করেন। কলকাতার ট্রাফিক সামলাতে সামলাতে তাঁর নিজের জীবনের গাড়িই যে এভাবে ইউটার্ন নেবে, সেটা অনুমান করাও মুশকিল ছিল দয়ানন্দের পক্ষে।
আরও পড়ুন:- DC vs KKR: কুলদীপের হ্যাটট্রিক বল সামলাচ্ছেন উমেশ, নন-স্ট্রাইকে থোড়াই কেয়ার রাসেলের, এমনটা আগে কখনও দেখেছেন?
ভালো ম্যাসাজ করতে পারতেন। সঙ্গে দু’হাতে বল করতেও দক্ষ ছিলেন। শুভানুধ্যায়ীদের পরামর্শে নিজের কেরিয়ারকে অন্য দিকে টেনে নিয়ে যান দয়ানন্দ। ট্রেনার হিসেবে হাত পাকানোয় নজর দেন। অন্ধ্রপ্রদেশের রঞ্জি দলের ট্রেনার হিসেবে কাজ করার সুযোগ পেয়ে যাওয়ার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে।
দয়ানন্দের দু’হাতে বিদ্যুৎ গতিতে থ্রো-ডাউন দেওয়ার দক্ষতা নজরে পড়ে যায় তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাবের কোচ অনিল কুম্বলের। ফলে সাপোর্ট স্টাফ হিসেবে আইপিএলে পঞ্জাব কিংসের অন্দরমহলে ঢুকে পড়েন তিনি। তাঁর দক্ষতাই তাঁকে শেষমেশ টিম ইন্ডিয়ার অন্দরমহলেও জায়গা করে দেয়।
আরও পড়ুন:- IPL 2023: ‘চুলোয় যাক স্ট্রাইক-রেট, হার-জিত আসল’, লক্ষ্মণের কথায় স্বস্তি পেতে পারেন ওয়ার্নার-ধাওয়ানরা
শত ব্যস্ততার মাঝেও সময় বার করে এহেন দয়ানন্দ ও তাঁর সদ্যবিবাহিতা স্ত্রীর সঙ্গে দেখা করেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। পরিবারের সদস্যদের সঙ্গে ছবিও তোলেন তাঁরা।
উল্লেখ্য, চলতি আইপিএলে শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়ায় রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। জোড়া হার দিয়ে আইপিএল ২০২৩ অভিযান শুরু করা মুম্বই নিজেদের পরবর্তী তিনটি ম্যাচে একটানা জয় তুলে নেয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here