কোরিয়ান ভাষায় তৈরি হবে ‘দৃশ্যম’, অজয় দেবগনের চরিত্রে অস্কারজয়ী ছবির অভিনেতা!
ভারতীয় সিনেমার জন্য গর্বের খবর। এবার কোরিয়ান ভাষায় তৈরি হতে চলেছে ‘দৃশ্যম’। তামিল, তেলুগু, মালায়লম, হিন্দি সহ একাধিক ভাষায় তৈরি হয়েছে ‘দৃশ্যম’ ছবিটি। এবার কোরিয়ান ভাষায় এই ছবি তৈরি করা হবে এবং বিশ্বব্য়াপী এই ছবিটিকে মুক্তি দেওয়া হবে। প্রসঙ্গত, এই প্রথম ভারতীয় কোনও ছবি কোরিয়ান ভাষায় তৈরি হতে চলেছে। আর দ্বিতীয়বারের জন্য ‘দৃশ্যম’ ছবিটি কোনও বিদেশি ভাষায় তৈরি হতে চলেছে।
রবিবার আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিওস ও দক্ষিণ কোরিয়ার প্রযোজনা সংস্থা অ্যান্থোলজি স্টুডিওস একে অপরের সঙ্গী অংশীদারিত্বের (পার্টনারশিপ) কথা ঘোষণা করে। ভারত ও কোরিয়ার এই দুটি প্রযোজনা সংস্থা গাঁটছড়া বেঁধে বেশকিছু ছবি তৈরি করতে চলেছে। যার পথ চলা শুরু হল ‘দৃশ্যম’ ছবির হাত ধরে। কোরিয়ান ভাষায় তৈরি হতে চলা দৃশ্যম ছবিটির পরিচালনা করবেন, দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম জি ওন। মোহনলাল, অজয় দেবগন অভিনীত চরিত্রে অস্কারজয়ী প্যারাসাইট ছবির অভিনেতা সং-কাং-হো অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন-অরিজিতের গাওয়া গানের তীব্র নিন্দা! আক্রমণের মুখে বক্তব্য স্পষ্ট করলেন অনুরাধা পড়োয়াল
প্রসঙ্গত, দৃশ্যম ছবিটি মালায়ালম ক্রাইম থ্রিলার। যেখানে অভিনয় করেছেন মোহনলাল। ছবিতে অভিনেতা মোহনলালকে পুলিশের আইজির ছেলেকে খুনের দায়ে একজন সন্দেহভাজন হিসাবে দেখানো হয়। যিনি কিনা পুলিশের হাত থেকে নিজেকে এবং তাঁর পরিবারকে বাঁচাতে যে কোনও কিছু করতে তৈরি থাকেন। ২০১৩ সালে প্রথমবার মালায়ালম ভাষায় মুক্তি পায় ‘দৃশ্যম’। পরে ২০১৪ সালে কন্নড় ও তেলুগু ভাষাতে এবং ২০১৫তে তামিলে মুক্তি পায় এই ছবি। ২০২২-এর দৃশ্যম ২ -র হিন্দি রিমেকে অজয় দেবগন ও তাব্বু প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। যেটি ছিল সুপারহিট।
প্রসঙ্গত ‘দৃশ্যম’ -কোরিয়ান রিমেকের কথা ঘোষণা করে প্যানোরামা স্টুডিওস-এর প্রযোজক কুমার মঙ্গত বলেন, ‘আমি উচ্ছ্বসিত যে দৃশ্যম ফ্র্যাঞ্চাইজিটি কোরিয়ান ভাষায় তৈরি হচ্ছে – এটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম। এটি শুধু ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরবে না, এটি ভারতীয় সিনেমাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে। কোরিয়ান ফিল্ম নির্মাতারা আমাদের এই সিনেমার মধ্যে জাদু খুঁজে পেয়েছেন। ভারতীয় চলচ্চিত্রের জন্য এর চেয়ে বড় অর্জন আর কী হতে পারে!’
For all the latest entertainment News Click Here