কোভিড ১৯ আক্রান্ত ক্যানসার-জয়ী কিরণ খের, বর্ষীয়ান অভিনেত্রীর চিন্তায় নেটিজেনরা
করোনার আতঙ্ক ভুলে যখন স্বাভাবিক হতে বসেছিল বলিউড, তখনই যেন ফের তা সবাইকে মনে করিয়ে দিল এখনও সব স্বাভাবিক হয়নি। দেশে এখন মাথাচাড়া দিয়েছে অ্যাডিনো ভাইরাস। এরই মাঝে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর শোনালেন অভিনেত্রী-রাজনীতিবিদ কিরণ খের। অনুপম খেরের পত্নীর ক্যানসারের সঙ্গে লম্বা লড়াইয়ের গল্প সবারই জানা। তাই বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতার খবরে যথেষ্ট চিন্তায় তাঁর অনুরাগীরা।
কিরণ সোমবার টুইটারে লেখেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার সংস্পর্শে এসেছেন এই কদিনে দয়া করে পরীক্ষা করিয়ে নিন।’
কিরণের এই টুইটে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। একজন লিখেছেন, ‘ওহ ম্যাম! নিজের যত্ন নিন। জানাবেন আপনি কেমন আছেন।’ আরেকজন লিখলেন, ‘করোনা-অ্য়াডিনো আর যে কত কী হবে… ভালো লাগে না আর।’ তৃতীয় জন লিখলেন, ‘ভগবানের কাছে আপনার সুস্থতা কামনা করি কিরণ ম্যাম। ভালো থাকুন।’
২০২১ সালে কিরণের মাল্টিপল মায়লোমা, এক ধরনের রক্তের ক্যান্সার ধরা পড়ে। তবে ক্যানসারকে হারিয়ে ফিরে আসেন রিয়ালিটি শো ইন্ডিয়াস গট ট্যালেন্ট-এর অন্যতম বিচারক হয়ে। দেবদাস, রং দে বাসন্তী, হাম তুম, দোস্তানা, ম্যা হুঁ না-র মতো বলিউডের সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন কিরণ।
অনুপম এবং কিরন ১৯৮৫ সালে গাঁটছড়া বাঁধেন। এর আগে তিনি বিয়ে করেছিলেন গৌতম বেরিকে। ১৯৮১ সালে জন্ম হয় ছেলে সিকন্দরের।
কাজের সূত্রে, অনুপমকে এরপর দেখা যাবে ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ এবং ‘ইমার্জেন্সি’তে। করোনার কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি নিয়ে ভারতের লড়াই নিয়েই ছবি বানাচ্ছেন বিবেক অগ্নিহোত্রী। আর তাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অনুপম খের। অন্য দিকে, ইমার্জেন্সি ছবহিটি কঙ্গনা রানাউতের পরিচালনায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে।
কিরণ খের বিজেপি এবং লোকসভার সদস্য। একই সঙ্গে তিনি চন্ডিগড়ের পার্লামেন্টের সদস্য। রাজনীতির আঙিনাতেই আজকাল বেশিরভাগ সময় তাঁকে দেখা যায়। মাসকয়েক আগে সাক্ষাৎকারে মোদীর গুণগান করে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘গত বছর আমার শরীরটা একদমই ভালো যাচ্ছিল না। মুম্বইতে যখন আমার চিকিৎসা চলছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমায় ২-৩ বার ফোন করে খোঁজ নিতেন। উনি আমায় আমার চিকিৎসার সময় ভীষণই উৎসাহ দিয়েছিলেন। অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আমি পার্লামেন্টে না যেতে পারা, কাজ না করতে পারা নিয়ে চিন্তা করছিলাম যখন তখন উনি আমায় বলেছিলেন এসব নিয়ে না ভেবে আমি যেন আমার স্বাস্থ্যের দিকে নজর দিই। তিনি আরও জানান, আমি ঠিক হয়ে যাব। আমি ওঁর সঙ্গে কথা বলে ভীষণ শান্তি পেতাম। উনি ভীষণ ভালো মনের মানুষ।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here