কোন মার্জিনে অজিদের হারালে WTC ফাইনালের টিকিট ও এক নম্বর দলের খেতাব পাবে ভারত?
ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। আর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য এই সিরিজ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাশাপাশি এই সিরিজের হাত ধরে টেস্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে ভারতের সামনে এক নম্বরে উঠে আসার হাতছানি রয়েছে।
অস্ট্রেলিয়া এবং ভারত, বর্তমানে আইসিসি পুরুষদের টেস্ট টিম র্যাঙ্কিং এবং চলতি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩- দুই ক্ষেত্রেই যথাক্রমে এক এবং দুই নম্বর স্থানে রয়েছে। আর ভারত যদি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে ২-০, ৩-০, ৩-১ বা ৪-০ ব্যবধানে হারায়, সে ক্ষেত্রে ক্রিকেট ইতিহাসে একই সময়ে তিন ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দ্বিতীয় দল হয়ে উঠবে টিম ইন্ডিয়া। প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট হবে নাগপুরে ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
১৯৪৭-৪৮ এবং ১৯৯১-৯২ এর মধ্যে ১২টি সিরিজে ৫০টি টেস্টে দুই দল মুখোমুখি হয়েছিল। তার পরে দুই কিংবদন্তি সুনীল গাভাসকর এবং অ্যালান বর্ডারকে সম্মান জানাতে ট্রফিটির নামকরণ করা হয় বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত এবং অস্ট্রেলিয়া প্রথম ১৯৯৬-৯৭ সালে বর্ডার-গাভাসকর ট্রফি খেলেছিল।
২০২০-২১ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সিরিজ জিতে ভারতের কাছেই এই মুহূর্তে রয়েছে বর্ডার-গাভাসকর ট্রফির শিরোপা। অস্ট্রেলিয়া এ বার শিরোপা দখল করতে মরিয়া। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য তারা একটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে।
ভারত ও অস্ট্রেলিয়া ১৯৪৭-৪৮ সালে তাদের প্রথম সাক্ষাতের পর থেকে ২৭টি টেস্ট সিরিজ খেলেছে। অস্ট্রেলিয়া ১২টি সিরিজ সিরিজ জিতেছে। ভারত ১০টিতে জয় পেয়েছে। পাঁচটি সিরিজ ড্র হয়েছে।
ভারতের মাটিতে মোট ১৪টি টেস্ট সিরিজে অজিদের মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। ৮টিতে জিতেছে ভারত। ৪টিতে জয় পেয়েছেে অজিরা। দু’টি সিরিজ ড্র হয়েছে।
এই টেস্ট সিরিজগুলির মধ্যে আটটি সিরিজ বর্ডার-গাভাসকর ট্রফির জন্য খেলা হয়েছে। ভারত ৭টিতে জিতেছে। ১টিতে জিতেছে অজিরা। ভারত তাদের ঘরের মাটিতে অজিদের বিরুদ্ধে ২৫টি টেস্টের মধ্যে জিতেছে ১৬টিতে। অস্ট্রেলিয়া জিতেছে ৫টিতে। আর ভারতে এসে অস্ট্রেলিয়ার একমাত্র সিরিজ জয় হল ২০০৪-০৫ সালে। ২-১ ব্যবধানে তারা সে বার সিরিজ জিতেছিল। ভারত কি এ বারও পারবে নিজেদের সাফল্যের ধারা ধরে রেখে এক ঢিলে দুই পাখি মারতে?
For all the latest Sports News Click Here