কোন দু’জন স্টারকে কখনও নিজের শোয়ে ডাকবেন না করণ? বললেন, ‘ভাবতেই ভয় করে’
বলিউডের সবচেয়ে জনপ্রিয় টক-শোয়ের মধ্যে একেবারে প্রথমেই থাকবে করণ জোহরের শো’টি। ‘কফি উইথ করণ’। বর্তমানে এর সাত নম্বর সিজন চলছে। টেলিভিশন চ্যানেলে এই শো দেখানো বন্ধ হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে বদলাতে এই শোও এখন নতুন চেহারা নিয়েছে। একদিকে যেমন বহু তারকাই চান, এই শোয়ে অতিথি হিসাবে আসতে, তেমনই এই শোয়ে নামজাদা কেউ ডাক না পেলে, তা নিয়েও চর্চা চলতে থাকে। কিন্তু করণ জোহর কোন তারকাদের এই শোয়ে ডাকতে চান না? কেনই বা চান না? হালে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন সঞ্চালক নিজেই।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করণ বলেছেন, কাদের তিনি তাঁর শোয়ে ডাকতে চান না। নাম দু’টির মধ্যেও রয়েছে চমক। (আরও পড়ুন: ‘শাহিদকে চড় মারতে চাইছিলাম’, কেন কবীর সিং-এর উপর বিরক্ত কিয়ারা?)
করণের কথায়, প্রথম জন রেখা। কেন তাঁকে ডাকতে চান না করণ? সঞ্চালক বলেছেন, এক সময়ে তিনি রেখাকে তাঁর শোয়ে ডাকার কথা ভেবেছিলেন। সেটিও বহু বছর আগের কথা। তিনি বলেছেন, ‘একবার রেখা ম্যামের সঙ্গে এই নিয়ে কথা বলেছিলাম। কয়েক বছর আগেও আবার বলি। ওঁকে আমার শোয়ে ডাকতে চেয়েছিলাম। কিন্তু রাজি করাতে পারিনি। কিন্তু তার পরে আমারই অন্য কথা মনে হল। মনে হল, ওঁর মধ্যে একটা রসহ্যময় সৌন্দর্য আছে। সেই রহস্যময়তাটা থাক না। ওটা সব সময় থেকে যাওয়া উচিত। আমাদেরও উচিত ওটা রক্ষা করা। তাই এর পরে আর ওঁকে ডাকার চেষ্টা করিনি।’ (আরও পড়ুন: ‘এত অপছন্দ তাও দেখে’, কফি উইথ করণ নিয়ে ট্রোল করা মানুষদের নিয়ে ঠাট্টা করলেন করণ!)
এ তো গেল এক জনের কথা। অন্যজন কে? কেন তাঁকেও ডাকতে চান না করণ। তিনি বলেছেন, দ্বিতীয় জন তাঁর বন্ধু এবং ‘গুরু’ আদিত্য চোপড়া। করণের কথায়, এটিও বড় চ্যালেঞ্জ। মজা করে তিনি বলেছেন, ‘আমি কি কখনও আদিকে (আদিত্য চোপড়া) আমার শোয়ে ডাকব? মনে হয় না, আমার অথ সাহস আছে। ভাবতেই ভয় করে।’ (আরও পড়ুন: করণের শোতে কিয়ারা-সিদ্ধার্থর বিয়ের তারিখ বলে ফেলল শাহিদ, ‘বাচ্চা হেবি দেখতে হবে’)
করণের এই শোয়ে হালে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন কিয়ারা আদবানি এবং শাহিদ কাপুর। তার আঘে এসেছিলেন ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা।
For all the latest entertainment News Click Here