কোনও রাখঢাক নয়, লোকেশের সহ-অধিনায়কত্ব খোয়ানো নিয়ে কাটছাঁট প্রতিক্রিয়া রোহিতের
দিল্লি টেস্ট জিতে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি খোয়ানোর সম্ভাবনা সমূলে উৎখাত করার পরেও টিম ইন্ডিয়ার বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সব থেকে বেশি করে চর্চা চলে লোকেশ রাহুলের অফ ফর্ম নিয়ে। শুভমন গিলের মতো ফর্মে থাকা ব্যাটসম্যান যখন রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন, তখন একের পর এক ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও রাহুল কীভাবে সুযোগ পেতে পারেন, তা নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। অবশ্য দ্বিতীয় টেস্টের পরেই ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ রাহুল দ্রাবিড় এটা স্পষ্ট করে দেন যে, তাঁরা লোকেশ রাহুলের মতো প্রতিভাবান ক্রিকেটারকে সমর্থন করবেন।
তবে লোকেশকে নিয়ে চর্চা বাড়তি ইন্ধন পায় বিসিসিআই শেষ ২টি টেস্টের স্কোয়াড ঘোষণা করার পরে। আসলে জাতীয় নির্বাচকরা লোকেশকে দলে রাখলেও তাঁকে ভাইস ক্যাপ্টেন হিসেবে চিহ্নিত করেননি। অর্থাৎ, লোকেশের কাছ থেকে ভাইস ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয় বললে মোটেও ভুল বলা হবে না। ওয়ান ডে স্কোয়াডে রোহিতের ডেপুটি নির্বাচিত হন হার্দিক পান্ডিয়া। তবে টেস্টে আলাদা করে কাউকে সহ-অধিনায়কত্ব দেওয়া হয়নি।
ইন্দোর টেস্টের আগে রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে এলে তাঁর সামনে উত্থাপিত হয় লোকেশের ভাইস ক্যাপ্টেন্সি খোয়ানোর প্রসঙ্গ। হিটম্যান এক্ষেত্রে প্রাথমিক প্রতিক্রিয়ায় ফের রাহুলের পাশে দাঁড়ান। রোহিত স্পষ্ট জানান যে, লোকেশ রাহুল ভাইস ক্যাপ্টেন নেই মানে, তাতে আলাদা করে কিছু প্রমাণ হয় না। ভাইস ক্যাপ্টেন্সি থাকল কি থাকল না, তাতে রাহুলের উপর থেকে তাঁদের সমর্থন উঠে যাবে না। বরং সম্ভাবনাময় সমস্ত ক্রিকেটাররাই খারাপ সময়ে টিম ম্যানেজমেন্টকে পাশে পাবেন বলে দাবি রোহিতের।
হিটম্যান বলেন, ‘আমি শেষ ম্যাচের পরেও একথা বলেছি। সম্ভাবনাময় যে কেউ খারাপ সময়ের মধ্য দিয়ে গেলে নিজেকে প্রমাণ করার যথেষ্ট সময় পাবে। ভাইস ক্যাপ্টেন থাকল কি থাকল না, তাতে কিছু বদলায় না। তাই লোকেশকে ভাইস ক্যাপ্টেন্সি থেকে সরানো হলেও তাতে আলাদা কোনও ইঙ্গিত নেই।’
For all the latest Sports News Click Here