‘কোনও প্রশ্নের উত্তর দিতে চাই না’, ভাইরাল অডিও ক্লিপ বিতর্কে বিবৃতি কবীর সুমনের
২৭শে জানুয়ারির ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিকালে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক ডাকলেন কবীর সুমন। কী ঘটেছিল ওই দিন? এক বাংলা সংবাদ চ্যানেলের তরুণ সাংবাদিককে ফোনে গালিগালাজ করেছিলেন কবীর সুমন। সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। সাংবাদিকের বিরুদ্ধে আপত্তিকর ভাষায় কথা বলায় কবীর সুমনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন বিজেপি নেতা সজল ঘোষ।
এই ঘটনা নিয়ে যখন সরগরম রাজ্য রাজনীতি তখন রবিবার রাতে ফেসবুক পোস্টে শ্লেষাত্মক ক্ষমা বিবৃতি পোস্ট করেন কবীর সুমন। তবে মন থেকে তিনি অনুতপ্ত এমন কোনও ভাব তাঁর ওই পোস্ট ধরা পড়েনি। ঘন্টা কয়েকের মধ্যেই ফের পালটি খেলেন তিনি, জানিয়েছিলেন- ‘যা করেছি বেশ করেছি, আমি অনুতপ্ত নই’।
এদিন সাংবাদিকদের ডেকে কেবলমাত্র নিজের বিবৃতিটুকু শেয়ার করলেন কবীর সুমন। বাড়তি কোনও শব্দ খরচ করলেন না। তিনি জানান, সম্ভবত সাতাশে জানুয়ারি এক ব্যক্তি তাঁকে রিপাবলিক টিভি থেকে ফোন করেছিল। তাঁর সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন। শুধুমাত্র টেলিফোনে কথা হয়েছিল। কোন মঞ্চ থেকে বা কোন সভা থেকে প্রকাশ্যে তিনি কোনও মন্তব্য করেননি, তৃতীয় কোনও ব্যক্তির সামনে ওই সাংবাদিককে গালিগালাজ করেননি। তিনি তাঁকে বলেননি যে, তিনি তাঁর কল রেকর্ড করছেন। এরপর সেই রেকর্ডিং তিনি সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোথাও যে প্রকাশ করবেন, তা তিনি জানতেন না। বিষয়টি সংবাদমাধ্যমের সামনে বলার জন্য তিনি আজ সাংবাদিক বৈঠক ডেকেছেন।
এই বিষয় নিয়ে এর চেয়ে বেশি আর কিছু বলতে চান না তিনি। এখন দেখবার এই বিতর্কের জল কোথায় গিয়ে থামবে।
For all the latest entertainment News Click Here