কোনও ধারণাই নেই কেন মানুষ আমার স্ত্রী’কে আক্রমণ করছে! ট্রোলারদের একহাত হেতমায়ের
শুভব্রত মুখার্জি: অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজের দলে ছিলেন তাদের মারকুটে স্বভাবের ব্যাটার শিমরন হেতমায়ের। বিশ্বকাপের বিমান দু-দুবার ধরতে না পারার কারণে জাতীয় দলের স্কোয়াডে থাকার পরেও বাদ পড়তে হয়েছিল শিমরন হেতমায়েরকে। পরবর্তীতে আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সুপার -১২ পর্যায়তেই উঠতে ব্যর্থ হয় দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ঘরে ফিরে আসতে হয় তাদের। তারপরেই হঠাৎ করেই শিমরন হেতমায়েরের স্ত্রী’কে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়াতে শুরু হয় কদর্য আক্রমণ। তারপরেই আসরে নামেন হেতমায়ের ট্রোলারদের একহাত নিয়ে লেখেন তিনি বুঝতে পারছেন না কেন আক্রমণের শিকার হচ্ছেন তার স্ত্রী।
নিজের অফিসিয়াল ইন্সটাগ্রামে শিমরন হেতমায়ের লেখেন ‘আমি কী করছি কী করছি না সেটা নিয়ে কী কারণে যে লোকেরা আমার স্ত্রী’কে আক্রমণ করছেন তা আমি বুঝেই পাচ্ছি না। আমার নিজের বোধ বুদ্ধি রয়েছে। আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। নিজের পছন্দ আমি নিজেই করতে পারি।’ নিজের স্ত্রীর কথা বলতে গিয়ে হেটমায়ের বলেন ‘ও আমার জীবন। আর সেটা সবসময় থাকবে। এই বিশ্বের সবথেকে সুন্দরী মানুষও। তুমি সবসময় আমার কাছে এমনটাই সুন্দর থাকবে।’
তার স্ত্রী নির্ভানি হেতমায়ের এর জবাবে লেখেন ‘হাসি পাচ্ছে এই ধরনের (কটাক্ষ) কথা আরও হবে। হাসি পাচ্ছে এটা ভেবে যে আমিও নাকি ক্রিকেটটা খেলি! শিমরনকে ট্যাগ করছি যে আমার সর্বক্ষণের সঙ্গী।’ ২১ অক্টোবর বেলারিভ ওভালে সুপার-১২ পর্যায়ে কোয়ালিফাই করার জন্য আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিততেই হত ওয়েস্ট ইন্ডিজ দলকে। যদিও সেটা করা তাদের পক্ষে সম্ভব হয়নি। ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। তারপরেই ফের চর্চাতে উঠে আসেন শিমরন হেতমায়ের। যিনি তার পুনরায় বুক করা অস্ট্রেলিয়ার বিমান ধরতে ব্যর্থ হয়ে বিতর্কিতভাবে দল থেকে বাদ পড়েছিলেন। ফলে দুবারের টি-২০ ফর্ম্যাটের বিশ্ব চ্যাম্পিয়নরা সুপার-১২ পর্যায়ে পৌঁছনোর আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
For all the latest Sports News Click Here