‘কোনও দিন পরিচালক হতে পারবে না’, জোয়াকে কেন বলেন করিনা? শেষে কী করতে হল শাহরুখকে
১৪ অক্টোবর জোয়া আখতারের জন্মদিন। এ দিন ৫০-এ পা দিলেন পরিচালক। সকাল থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন। ‘দিল ধড়কনে দো’ এবং ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র মতো জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন জোয়া।
জানেন ‘কফি উইথ করণে’র এক পুরনো এপিসোডে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবি নিয়ে করিনার সঙ্গে একবার বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন জোয়া। ২০০৪ সালে করণ জোহরের চ্যাট শো-এ বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পরিচালক। একই এপিসোডে হাজির ছিলেন পরিচালক রোহিত শেট্টিও। আরও পড়ুন: Ranveer Singh: হিরে খচিত ঘড়ি থেকে কিম্ভুত গাড়ি— রণবীরের সংগ্রহে সবচেয়ে দামি কী কী আছে জানেন
এপিসোড চলাকালীন জোয়া ফাঁস করেছিলেন- করিনা তাঁর বেশ পছন্দের অভিনেত্রী। দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক। তবে ডিডিএলজে নিয়ে নায়িকার সঙ্গে একবার ঝামেলা হয়েছিল তাঁর। অবাক করার মতো এই ঘটনা নাকি অনেক আগেই ঘটেছিল। আরও পড়ুন: দু’জন নায়ক নিয়ে বাজিমাত! ‘বিক্রম বেদা’র আগে এই ফর্মুলায় হিট বলিউডের কোন কোন ছবি
পরিচালক জোয়া চ্যাট শোয়ে এসে বলেছিলেন, শাহরুখ খানের বাড়িতে একটি পার্টিতে করিনা নিজে সেই সিনেমা নিয়ে আলোচনা শুরু করেন। জোয়াকে অভিনেত্রী প্রশ্ন করেছিলেন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে পছন্দ হয়েছে কিনা তাঁর? আরও জিজ্ঞেস করেন, ডিডিএলজে দেখার পরে তিনি কি ‘ট্রেনের পিছনে ছুটতে চান’? সঙ্গে সঙ্গে উত্তরে ‘না’ বলে ওঠেন পরিচালক। করিনা তাঁকে জিজ্ঞেস করেন, DDLJ কি তাঁর প্রিয় ছবি? এরপরই পরিচালকের বলে ওঠেন, ছবিটা ভালো লেগেছে তবে ডিডিএলজে তাঁর প্রিয় ছবি নয়, তখনই করিনা জোয়াকে বলেছিলেন, তিনি কখনও সিনেমা তৈরি করবেন না। আরও পড়ুন: বক্স অফিসে ডাহা ফেল, কিন্তু জানেন কি, OTT-তে কোন খেলা দেখাচ্ছে ‘লাল সিং চাড্ডা’
শোতে জোয়া জানিয়েছিলেন, করিনা তাঁকে বলেছেন, ‘তোমার যদি মনে হয় দিলওয়ালে (ডিডিএলজে) সেরা সিনেমা নয়, তাহলে তুমি পরিচালক হতে পারবে না।’ পরিচালক যোগ করেছেন, সেই সময় শাহরুখকে হস্তক্ষেপ করতে হয়েছিল এবং পার্টিতে টানা তর্কাতর্কির পর তাঁদের দুজনকে শান্ত করতে হয়েছিল।
For all the latest entertainment News Click Here