‘কোনও ইগো ছিল না’, মা বাবার থেকে বেশি আয় করতেন, জানালেন প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) সম্প্রতি তাঁর একটি সাক্ষাৎকারে সমাজের একটি ভয়ঙ্কর দিক তুলে ধরলেন। বললেন সমাজে পুরুষ এবং মহিলাদের মধ্যে একটা বৈষম্য তো আছেই। পুরুষরা এক কাজের জন্য এক রকম টাকা পান। মহিলারা আরেক রকম। একই সঙ্গে কোনও বাড়ির মহিলা যদি বেশি রোজগার করেন, বা বেশি খ্যাতি পান তাহলে অনেক পুরুষ সেটা সহ্য করতে পারেন না। নিরাপত্তাহীনতায় ভোগেন। পুরুষ বাড়ির প্রধান, রুটি রুজি সেই রোজগার করবে, সে বাড়ি বস থাকবে আর মহিলা আয় করবে এটা অনেকেই মেনে নিতে পারেন না বলেও দাবি করেন অভিনেত্রী। তবে কথা প্রসঙ্গে তিনি জানান তাঁর পরিবার ব্যতিক্রমী।
অভিনেত্রীর কথা ধরা পড়ে তাঁর মা মধু চোপড়া একটা সময় তাঁর বাবা অশোক চোপড়ার থেকে বেশি রোজগার করতেন। কিন্তু সেটা নিয়ে কখনই তাঁদের মধ্যে কোনও সমস্যা তৈরি হয়নি। তিনি আরও জানান তিনি তাঁর চারপাশে এমন অনেক পুরুষ দেখেছেন যাঁরা তাঁর সাফল্যে খুশি ছিলেন। আবার এমন পুরুষও দেখেছেন যাঁরা নিরাপত্তাহীনতায় ভুগেছেন তাঁর সাফল্য দেখে।
এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমার জীবনে কিছু দুর্ধর্ষ পুরুষকে দেখেছি যাঁরা আমার সাফল্য নিয়ে কখনই নিরাপত্তাহীনতায় ভোগেননি। আবার তেমনই আমার জীবনে এমন কিছু পুরুষকেও দেখেছি যাঁরা আমার সাফল্যে নিরাপত্তাহীনতায় ভুগতেন। তাই আমার মনে হয় পুরুষরা সবসময় এটা ভেবে গর্ববোধ করে এসেছেন যে তাঁরাই পরিবারের মাথা, তাঁদেরই রুটি রোজগারের অধিকার আছে। আর যখন কোনও মহিলা সেই কাজ করেন তখন তাঁদের সেই অহংয়ে আঘাত লাগে, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। একজন মহিলা বেশি আয় করলে, বা পুরুষ বাড়িতে থাকলে আর বাড়ির মহিলা কাজে গেলে তাঁরা মেনে নিতে পারেন না।’
তিনি একই সঙ্গে বলেন আমাদের বাড়ির ছেলেদের এভাবেই মানুষ করা উচিত যে ছেলেরাও কাঁদতে পারে সেটা ভুল নয়। তাঁরাও তাঁদের মা, বোন, দিদি, স্ত্রী, প্রেমিকাকে এগিয়ে দিতে পারেন সাফল্যের দিকে, জায়গা ছাড়তে পারেন, লাইমলাইট ছাড়তে পারেন। এটা ভুল নয়। তখন তিনি নিজের জীবনের উদাহরণ টেনে বলেন, ‘আমার মা তখন প্রাইভেটে প্র্যাকটিস করত। আর বাবা তখনও মিলিটারিতে ছিল। বাবার তুলনায় তখন মা বেশি রোজগার করত। কিন্তু তাঁরা সেটাকে একটা একক হিসেবেই দেখতেন। কারণ টাকাটা তো সংসারেই আসছে। কোনও ইগো ছিল না তাঁদের মধ্যে।’
কেবল মা বাবার কথা নয়, তিনি তাঁর স্বামীর কথাও বলেন। জানান কোথাও গেলে নিক অনেক সময়ই তাঁকে এগিয়ে দেন। লাইমলাইট ছেড়ে দেন। অভিনেত্রী তাঁর জন্য গর্বিত।
আগামীতে প্রিয়াঙ্কাকে সিটাডেল সিরিজে দেখা যাবে। আপাতত অভিনেত্রী সেটার প্রচারে ব্যস্ত আছেন। তাঁর সঙ্গে এই সিরিজে রিচার্ড ম্যাডেনকেও দেখা যাবে।
For all the latest entertainment News Click Here