কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিলেন নীতিশ রানা
শ্রেয়স আইয়ারের চোট, শেষ পর্যন্ত নতুন অধিনায়ককে বেছে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। চোটের কবলে থাকা শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স দলের দায়িত্ব পেয়েছেন নীতিশ রানা। প্রথমবার এই দায়িত্ব পেলেন তিনি। আইপিএলে নেতৃত্বের দায়িত্ব পেয়েই দলের কোচের সঙ্গে কালীঘাট মন্দিরে পৌঁছে গিয়েছিলেন নীতিশ রানা। মন্দিরে গিয়েই পুজো দিয়েছিলেন নাইটদের নতুন ক্যাপ্টেন। একটা সময়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে দেখা যেত সৌরভ গঙ্গোপাধ্যায়, ব্রেন্ডন ম্য়াকালাম, গৌতম গম্ভীরের মতো নাইট তারকাদের। তাঁরাও কলকাতা নাইট রাইডার্সের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তাদের নেতৃত্বে একাধিক সাফল্য পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
আরও পড়ুন… IPL 2023 এর প্রথম দিকে বল করবেন না স্টোকস! চিন্তা বাড়ল CSK-র
সৌরভ-গম্ভীরদের উত্তরসূরি হতে পেরে স্বাভাবিক ভাবেই খুশি নীতিশ রানা। তবে এই দায়িত্বও যে বেশ কঠিন, তাও ভালোই জানেন নীতিশ রানা। ইতিমধ্যেই ইডেন গার্ডেন্সে শুরু হয়ে গিয়েছে কেকেআর-এর অনুশীলন। এর ফাঁকেই মঙ্গলবার দুপুরে কালীঘাট মন্দিরে পৌঁছে গিয়েছিলেন নীতিশ রানা। সেখানে মায়ের কাছে পুজো দেন। দলের সাফল্যের জন্য প্রার্থনাও করেন। কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনর সঙ্গে এই যাত্রায় ছিলেন কেকেআরের নতুন কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও। তিনিও নীতিশ রানার সঙ্গে দলের সাফল্যের জন্য পুজো দিলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
কেকেআর-এর অধিনায়ক হিসেবে তাঁর নাম ঘোষণা করার পর নীতিশ রানা আইএএনএস-কে বলেছেন, ‘২০১৮ সাল থেকে কেকেআর আমার বাড়ি এবং তাদের নেতৃত্ব দেওয়াটা আমার কাছে সম্মানের বিষয়। এই অধিনায়কত্বের দায়িত্ব আমার সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে বিশ্বাস জোগাবে। এটি আমার নেতৃত্বের দক্ষতা প্রদর্শনের জন্য একটি দুর্দান্ত সুযোগ এবং আমি আমার সমস্ত অভিজ্ঞতা ব্যবহার করব। শুধু আমার সেরাটা দেওয়ার জন্য নয়, আমার দলের থেকেও সেরাটা বের করে আনতে হবে। আমি শ্রেয়সের দ্রুত সেরে ওঠার জন্য কামনা করি এবং আমি আমার সামনে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছি।’
আরও পড়ুন… চূড়ান্ত হল IPL 2023-এর ১০ দলের দশ নেতার নাম! দেখে নিন কে কোন দলের নেতৃত্ব পেলেন
এর আগে ২০২৩ সালের আইপিএলের জন্য নীতিশ রানাকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করার সময়ে কেকেআর-ও বলেছিল যে, তারা শ্রেয়স আইয়ারের সেরে ওঠার এবং পরবর্তী সময়ে টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে আশাবাদী। যে কারণে নীতিশ রানাকে স্ট্যান্ড বাই অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে স্ট্যান্ড বাই হিসাবেই নিজেকে প্রমাণ করতে তৈরি নীতিশ রানা। তাই তো অভিযানে নামার আগে তাই কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here