কে রয়েছেন অভিনেত্রী জাহ্নবী কাপুরের ফোনের ওয়ালপেপারে, দেখে নিন নিজের চোখে!
গত বছর ‘গুড লাক জেরি’, ‘মিলি’-র মতো সিনেমা দিয়ে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় তাঁর। সেভাবে সাফল্য ঝুলিতে না এলেও তাঁর শেষ দুটি সিনেমা প্রশংসা পেয়েছে সমালোচক মহলে। অভিনেত্রী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে কোনওরকম খামতি রাখছেন না তিনি। তবে বরাবরই জাহ্নবীর সঙ্গে তুলনা টানা হয় মা শ্রীদেবীর। এই একই রকম হয়ে থাকে বরাবর অভিষেক বচ্চনের সঙ্গেও। তাই যতই ভালো অভিনয় করুন না কেন, খামতি খুঁজে বের করে ট্রোল পিছু ছাড়ে না নায়িকার।
তবে জেন জেডের কাছে জাহ্নবী কিন্তু শুধু অভিনেত্রী নন, স্টাইল আইকনও। সঙ্গে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে নাক গলানোর সুযোগ পেলেও ছাড়েন না। সম্প্রতি তেমনই, কোনও এক নেটনাগরিক জাহ্নবীর ভাইরাল হওয়া এক ভিডিয়োতে জুম করে চোখ রেখেছেন তাঁর ফোনের ওয়ালপেপারে। কার ছবি মোবাইলের স্ক্রিনে রাখেন অভিনেত্রী।
জাহ্নবীর মোবাইলের ওয়ালপেপারটি রয়েছে তাঁর মা। শ্রীদেবীর সঙ্গে নিজের ছোট বয়সের একটি ছবিকেই ওয়ালপেপার করেছেন জাহ্নবী। আসলে তিনি বরাবরই মাতৃভক্ত। মা ন্যাওটা ছিলেনও বলা যেতে পারে। মা হঠাৎ চলে যাওয়ার পর নিজেকে অনেকটা সামলে নিয়েছেন হয়তো, কিন্তু মায়ের ছবি এখনও থাকে তাঁর ওয়ালপেপারে। বহু সাক্ষাৎকারেই মা-কে নিয়ে কথা বলেন। জানাতে ভোলেন না, মায়ের আদর্শই এখনও তাঁর জীবনের পাথেয়।
মায়ের মৃত্যুবার্ষিকী-তে শ্রীদেবীর সঙ্গে একটি ছবি শেয়ার করে জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আমি এখনও তোমাকে সব জায়গায় খুঁজি মা, এখনও আমি যা করি, তা এই আশাতে করি যে তোমাকে গর্বিত করব। আমি যেখানেই যাই, এবং যা কিছু করি- তা তোমার সাথেই শুরু এবং তোমার সাথেই শেষ হয়।’
GoodTimes-কে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবীকে বলতে শোনা গিয়েছিল, ‘আমার মনে হয় না কেউ আমার মায়ের স্টারডমের ধারেকাছেও আসতে পারে। ও যখন শ্যুট করছিল, যখন কেরিয়ারের পিকে ছিল, তখন আমি সঙ্গে ছিলাম না। ওঁ যখন সিনেমা থেকে ব্রেক নিয়েছে তখন আমার জন্ম। তবে অবশ্যই আমি তার একটা ধারণা তৈরি করতে পেরেছি। এখনও মানুষ ওঁর ব্যাপারে কথা বলেন আবেগের সঙ্গে, ওঁর সিনেমার নাম নিতে গিয়ে তাঁদের গলায় উৎসাহ ঝরে পড়ে, সেটে ওঁ যেরকম মানুষ ছিলেন, তাঁর অবদান… আমি মনে করি এটা বিরল এবং দু’বার ঘটবে না। যা একবারই হওয়া সম্ভব।’
প্রযোজক বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী ছিলেন শ্রীদেবী। তাঁদের দুই সন্তান জাহ্নবী আর খুশি। বড় মেয়ের প্রথম সিনেমা মুক্তির মাসখানেক আগেই চলে যান তিনি না ফেরার দেশে। খুব জলদি বলিউডে পা রাখবেন খুশিও। ইতিমধ্যেই তিনি কাজ করে ফেলেছেন জোয়া আখতারের ‘দ্য অর্চিস’-এ। যা চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা নেটফ্লিক্সে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here