কে বাবা নিম করোলি? শুধু বিরুষ্কা নয়, স্টিভ জোবস-মার্ক জুকারবার্গও এসেছিল আশ্রমে
ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা তাঁদের মেয়ে ভামিকাকে সঙ্গে নিয়ে সম্প্রতি গিয়েছিলেন মথুরার বৃন্দাবনে নিম করোলি বাবার আশ্রমে। সেখান থেকে দুই তারকার একাধিক ছবি আর ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এর আগেই নিম করোলি বাবার উত্তরাখণ্ডের আশ্রমে দেখা গিয়েছিল তাঁদের।
বাবার সমাধি-তে দর্শনের জন্য গিয়েছিলেন অনুষ্কা আর বিরাট। সেখানে গিয়ে ‘কুটিয়া’-তে ধ্যানও করেন তাঁরা আধা ঘণ্টামতো। সেখানে উপস্থিত অনেকের সঙ্গে ছবি তোলেন। মা আনন্দময়ী আশ্রমে রওয়ানা দেওয়ার আগে দেন অটোগ্রাফও।
কে এই বাবা নিম করোলি?
স্টিভ জোবস, মার্ক জুকারবার্গ, জুলিয়া রবার্টসদের মতো ব্যক্তিত্বদেরও এর আগে দেখা গিয়েছিল নিম করোলি বাবার আশ্রমে। নিব করোরি বাবা মানেও পরিচিত তিনি। অনুরাগীদের কাছে তিনি পরিচিত মহারাজ জি নামে, যিনি হিন্দু দেবতা হনুমানের ভক্ত। ভক্তি যোগে বিশ্বাসী তিনি, অন্যের সেবাকেই সারা জীবন ঈশ্বরের প্রতি নিঃশর্ত ভক্তি বলে বিশ্বাস করেছেন। ১৯৬০ থেকে ৭০-এর দশকে তিনি ভারতে ভ্রমণকারী আমেরিকানদের একজনের আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত ছিলেন। ডায়াবেটিক কোমার কারণে বৃন্দাবনের এক হাসপাতালে ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ২০১৫ সালে কাইঞ্চির আশ্রমে গিয়েছিলেন যখন ফেসবুকের অবস্থা ছিল টালমাটাল। হাতে কেমবলমাত্র একটা বই নিয়ে সেই আশ্রমে পৌঁছন তিনি। মাত্র একদিন থাকার কথা থাকলেও থাকেন দুই দিন। স্টিভ জবস তাঁকে এই আশ্রমে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস নিজেও তাঁর বন্ধু ড্যান কোটকে নিয়ে নিম করোলি বাবার সঙ্গে দেখা করতে আশ্রমে গিয়েছিলেন। তবে তিনি আসার আগেই ইহলোক ত্যাগ করেন বাবা নিম করোলি। বলা হয় জুলিয়া রবার্টসও নিম করোলি বাবার দ্বারা প্রভাবিত ছিলেন এবং এই কারণেই হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন।
For all the latest entertainment News Click Here